মেসিই বলছেন বার্সা ‘মেসিনির্ভর’ নয়

একটি ইভেন্টে কথা বলছেন মেসিলা লিগায় মালাগার বিপক্ষে অসুস্থ থাকায় বার্সেলোনার আক্রমণভাগে ছিলেন না লিওনেল মেসি। ন্যু ক্যাম্পে ম্যাচটি হয় গোলশূন্য ড্র। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই তার জোড়া গোলে সেল্টিককে ২-০ গোলে হারায় কাতালান জায়ান্টরা। সেল্টিক কোচ ব্রেন্ডন রজার্স ম্যাচ শেষে বলেন, মেসি তার দলে থাকলে ভিন্ন ফল হতো। এধরনের কথা শুধু লিভারপুলের সাবেক কোচই বলেছেন সেটা নয়, অনেকের দাবি- আর্জেন্টাইন ফরোয়ার্ড দলে থাকলেই বদলে যায় দল। সম্প্রতি কেউ কেউ বলছেন বার্সা অতিমাত্রায় মেসির উপর নির্ভরশীল। ওইসব বক্তাদের বিরুদ্ধে ঘোর আপত্তি জানালেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।

বৃহস্পতিবার তার নতুন বুট উন্মোচনকালে মেসি বলেছেন, ‘বার্সা মেসিনির্ভর এই বিষয়টাকে আমি প্রশংসা বা উদ্বেগ হিসেবে বিবেচনা করি না, কারণ বিষয়টা সেটা নয়।’ ২৯ বছর বয়সীর মতে বার্সা বিশ্বসেরা একটি দল, ‘আমি বিশ্বের সেরা দলে আছি, (বার্সা) একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে না।’

সেল্টিক পার্কে জয়ের পর এখন বার্সার চোখ লা লিগায়, যেখানে শীর্ষস্থান থেকে চার পয়েন্ট দূরত্বে তারা। রোববার ফর্মে থাকা রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলবে লুইস এনরিকের শিষ্যরা, যে মাঠে ২০০৭ সাল থেকে লিগ জেতেনি দলটি। এই খরা কাটাতে সংগঠিতভাবে ম্যাচ খেলা প্রয়োজন মনে করেন মেসি, ‘আনোয়েতা (সোসিয়েদাদের মাঠ) একটা দুর্বোধ্য স্টেডিয়াম, যেখানে আমরা কয়েক বছর জিতিনি। ওখানে তারা আমাদের সবসময় কঠিন পরিস্থিতির মুখোমুখি করে এবং এবারও কঠিন একটা খেলা হতে যাচ্ছে। আজকাল ফুটবলে সংগঠিত থাকা গুরুত্বপূর্ণ। সুসংগঠিত একটি দল সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

/এফএইচএম/