মেসিকে কেনার ‘স্বপ্ন’ দেখছে ইন্টার

লিওনেল মেসিপ্রচলিত আছে- বড় কিছু অর্জন করতে হলে স্বপ্নটাও বড় হতে হবে। ইন্টার মিলান সেটাই করছে। কুরিয়ার দেল্লো স্পোর্ত দাবি করেছে, লিওনেল মেসিকে কেনার ‘স্বপ্ন’ দেখছে নেরাজ্জুরিরা।

ইন্টারের সাবেক পরিচালক প্রেসিডেন্ট ত্রনচেত্তি প্রোভারা বললেন, ‘মেসি হলো একটা স্বপ্ন এবং কখনও কখনও স্বপ্ন সত্যি হয়।’ গত বুধবার প্যারিস সেন্ত-জার্মেইর আগ্রহ দেখা গেছে মেসিকে নিয়ে। বিশ্বের সেরা খেলোয়াড়কে নিতে ইউরোপীয় জায়ান্টদের প্রতিযোগিতা জমে উঠেছে।

বার্সেলোনায় আর্জেন্টাইন ফরোয়ার্ডের বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত। ন্যু ক্যাম্প থেকে তার চলে যাওয়ার খবর চাউড় হয় কয়েক সপ্তাহ আগে। কয়েকটি মিডিয়া দাবি করেছিল, চুক্তি নবায়ন করবেন না মেসি। এরপর থেকে খবর ম্যানচেস্টার সিটি তাকে কিনবে। কিন্তু ম্যানচেস্টারের ক্লাব কোচ পেপ গার্দিওলা সেই সম্ভাবনা নাকচ করে দেন তার বক্তব্যে, ‘আমি চাই মেসি তার ক্যারিয়ার বার্সেলোনাতেই শেষ করুক।’

/এফএইচএম/