নেইমারের চোট, দুশ্চিন্তা নেই বলছে বার্সেলোনা

neymarএল ক্লাসিকোতে পাওয়া চোটে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে অনুশীলন করতে পারেননি তিনি। নেইমার ভক্তদের মনে সংশয়ের মেঘ জন্মালেও বার্সেলোনা নিশ্চিত করেছে, গুরুতর কিছু হয়নি তার।

এল ক্লাসিকো মহারণে নেইমারকে তুলে নিলেন লুই এনরিকে! প্রথমে সবার ধারণা ছিল, ১-০ গোলে এগিয়ে থাকার সুবিধা কাজে লাগিয়ে মাঝমাঠটা এখন ধরে রাখতে চাইছেন বার্সেলোনা কোচ। তাই নেইমারকে উঠিয়ে হয়তো মাঠে নামালেন দেনিস সুয়ারেসকে। কিন্তু ডাগআউটে যাওয়ার পর সবার ধারণা যায় পাল্টে। নেইমারের পায়ে তখন আইসব্যাক। বুঝতে বাকি থাকলো না, মাংসপেশীতে টান খেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। এই চোটের কারণে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে অনুশীলন করতে পারেননি তিনি। নেইমার ভক্তদের মনে সংশয়ের মেঘ জন্মালেও বার্সেলোনা নিশ্চিত করেছে, গুরুতর কিছু হয়নি তার।

স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর কিন্তু অন্যরকম, ২০১৬ সালে নাকি আর মাঠে নামা হচ্ছে না নেইমারের! এল ক্লাসিকোতে ৮৭ মিনিটে মাঠ ছাড়া এই ফরোয়ার্ডের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে সোমবার। যে ফল খুশির খবরই দিয়েছে বার্সেলোনার জন্য। ক্লাবটি নিশ্চিত করেছে, কুঁচকির দিকের মাংসপেশীতে টান খেয়েছেন নেইমার, যদিও কোনও ধরণের চোটের চিহ্ন পাওয়া যায়নি। এর আগেই নেইমারের আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন এনরিকে সংবাদসম্মেলনে, ‘এল ক্লাসিকোতে আঘাত পেয়েছে নেইমার।’

সাবেক সান্তোস তারকাকে নিয়ে অবশ্য মঙ্গলবারের চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবতে হচ্ছে না। ফিট থাকলেও তিনি খেলতে পারতেন না মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটি। সেল্টিকের বিপক্ষে আগের ম্যাচে হলুদ কার্ড দেখিয়েছিলেন নেইমার, যে কারণে জার্মান ক্লাবটির বিপক্ষে নিষিদ্ধ হয়েছেন তিনি। ফিট হয়ে উঠার জন্য তাই সময়টা ভালোই পাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। ইএসপিএন এফসি

/কেআর/