কোয়ার্টার ফাইনালে ঢাকা ট্রিবিউন-জনকণ্ঠ

জয়ের পর ঢাকা ট্রিবিউনের খেলোয়াড়রাকুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ঢাকা ট্রিবিউন ও দৈনিক জনকণ্ঠ। আজ শনিবার বাফুফের কৃত্রিম টার্ফে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ঢাকা ট্রিবিউন ২-১ গোলে বিডিনিউজ২৪ডটকমকে হারিয়ে ‘এইচ’ গ্রুপ সেরা হয়ে শেষ আটে। ঢাকা ট্রিবিউনের ম্যাচ সেরা বায়েজিদ দুই গোল করেন। বিডিনিউজের মাইদুল ব্যবধান কমান। 
দৈনিক জনকণ্ঠ ২-১ গোলে যুগান্তরকে হারিয়ে ‘এফ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। ম্যাচ সেরা রুমেল ও মোস্তফা একটি করে গোল করেন। যুগান্তরের পক্ষে চঞ্চল একটি গোল পরিশোধ করেন। 

দিনের অন্য খেলায় ডেইলি স্টার ৫-০ গোলে হারিয়েছে দৈনিক নয়াদিগন্তকে। ডেইলি স্টারের রাফি হ্যাটট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। অধিনায়ক তুষার বাকি দুই গোল করেন।  ইন্ডিপেনডেন্ট টিভি ১-০ গোলে সকালের খবরকে হারিয়ে শুভ সূচনা করে। ম্যাচ সেরা মাঝহারুল ইসলাম একমাত্র গোলটি করেন। টুটুলের হ্যাটট্রিকে সময় টিভি ৫-০ ব্যবধানে হারায় দৈনিক সংবাদকে। আফজাল ও মুরাদ একটি করে গোল করেন সময় টিভি’র পক্ষে।  মেজবা উল হকের একমাত্র গোলে বাংলাদেশ প্রতিদিন ১-০ গোলে মাছরাঙাকে হারিয়েছে। কালের কণ্ঠ ও জাগো নিউজ২৪ এর মধ্যকার ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক ও জাতীয় দলের সাবেক স্ট্রাইকার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য শেখ মোহাম্মদ আসলাম, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপু ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির সভাপতি আসিফ ইকবাল ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেন।

/আরএম/এফএইচএম/