সুয়ারেসের একশতে ‘এমএসএন’র তিনশ

মেসি-সুয়ারেস-নেইমারের আক্রমণভাগ প্রতিপক্ষের জন্য বরাবরই ভয়ঙ্কর২০১৭ সালে গোলের খাতা খুলে উরুগুয়ান স্ট্রাইকার ব্যক্তিগত মাইলফলক ছুঁলেন। একই সঙ্গে মেসি-সুয়ারেস-নেইমারের (এমএসএন) গোলসংখ্যা পৌঁছাল তিনশ’র মাইলফলকে।

নেইমারের ক্রস থেকে ৩৫ মিনিটে চমৎকার এক ভলিতে গোলমুখ খোলেন লুই সুয়ারেস। ন্যু ক্যাম্পে কোপা দেল রের দ্বিতীয় লেগে দলকে এগিয়ে দেওয়া গোলটি ছিল বার্সায় তার শততম গোল। মাত্র ১২০ ম্যাচে সব ধরনের প্রতিযোগিতায় গোলের সেঞ্চুরি করলেন সুয়ারেস। শেষ ষোলোর লড়াইয়ে দুই লেগে অগ্রগামিতায় বার্সাকে ২-২ ব্যবধানে সমতা ফেরানো গোলটি ছিল তার অষ্টম কোপা ডেল রে গোল।

এছাড়া ৭৮ লা লিগা ম্যাচে সুয়ারেস করেছেন ৬৮ গোল। চ্যাম্পিয়নস লিগে ২৪ ম্যাচ খেলে তার গোল ১৭টি। এছাড়া স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপে একটি করে গোলের সঙ্গে ফিফা ক্লাব বিশ্বকাপে পেয়েছেন ৫টি গোল।

অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে উরুগুয়ান তারকার এ অর্জনটি আরেকটি কারণে অনন্য। এ গোলেই মেসি-সুয়ারেস-নেইমারের সম্মিলিত গোল জায়গা পায় ৩০০’র মাইলফলকে। ২০১৪ সাল থেকে একসঙ্গে খেলছেন তারা। এমএসএন খ্যাতি পাওয়া আক্রমণভাগ যে প্রতিপক্ষের জন্য কতটা ভয়ানক তার প্রমাণই হলো আরেকবার। অবশ্য তিনশ’র ঘরে গিয়েই চুপ থাকেনি এমএসএন’র অন্য দুইজন। ১০৯৮ মিনিট পর গোলখরা কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। আর চমৎকার ফ্রি কিক থেকে দলের তৃতীয় গোল করেন মেসি। সব মিলিয়ে মেসি-সুয়ারেস-নেইমারে সাজানো ক্ষুরধার আক্রমণভাগের গোল হলো ৩০২টি। যেখানে মেসি এগিয়ে ১২৫ গোল করে, আর নেইমারের পাশে ৭৭ গোল। সূত্র-ইএসপিএনএফসি, গোলডটকম

/এফএইচএম/