সমাধান খুঁজছেন জিদান

জিনেদিন জিদানহঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেল রিয়াল মাদ্রিদ। উঠে দাঁড়াতে পারছে না তারা। ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়া দলটি হেরেছে টানা দ্বিতীয় ম্যাচ। কোথায় সমস্যা? জয়ের ধারায় ফিরতে আত্মবিশ্বাসী কোচ জিনেদিন জিদান সমাধান খুঁজতে শুরু করে দিয়েছেন।

ঘরের মাঠে ২-১ গোলে বুধবার হারের দায় পুরোপুরি নিজের কাঁধে নিলেন জিদান। এই হারের তেতো অভিজ্ঞতা কাটিয়ে উঠতে তার চোখ এখন শনিবারের লা লিগায়, যেখানে প্রতিপক্ষ মালাগা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেকে দায় দিয়ে ফরাসি কোচ বলেছেন, ‘আমি দায়ি। অবশ্যই সমাধান খুঁজতে হবে আমাকে।’ প্রতিপক্ষের সামর্থ্যকে ছোট করেননি জিদান, ‘সেল্তা যেভাবে খেলেছে আমি অবাক হইনি। জানতাম তারা প্রতিপক্ষকে ধাক্কা দেওয়ার মতো একটি দল। যদিও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তবুও চিন্তিত নই।’

পরের ম্যাচে সব দুঃখ হতাশা কাটিয়ে ওঠার প্রত্যয় জিদানের কণ্ঠে, ‘আমরা জানি এটা উতরাতে পারব আমরা। সেই লক্ষ্যেই খেলব। আমরা ওখানে (ভিগোর মাঠে) যাব এবং সব বদলে দেব। এর আগে লা লিগার একটি ম্যাচ আছে।’

সেভিয়ার হার বড় প্রভাব ফেলেছে স্বীকার করলেন রিয়াল কোচ। তবে কোনও অজুহাত দিতে চান না তিনি, ‘এ দুটি দল আমাদের কষ্ট দিয়েছে। এবং বিশ্লেষণ করে দেখতে হবে এটা। কারণ কোথাও কোনও ভুল হচ্ছে।’ সূত্র- মার্কা

/এফএইচএম/