বিশ্বকাপ জয়ের পদক পেলেন বোর্ডার-ওয়াহরা

বাঁ থেকে ডানে: ডায়ার (পেছনে), বুন, মে, মার্শ, ম্যাকডারমট, বোর্ডার, রেইড, টেলর, ও’ডোনেল (পেছনে), ওয়াহ, মুডি, ভেলেত্তা, জেসার্স, কম্পটন ও অ্যালকট -(ক্রিকেট অস্ট্রেলিয়া)দীর্ঘ ৩০ বছর পর ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার খেলোয়াড় ও কোচদের গলায় উঠল পদক। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রবিবার সন্ধ্যায় অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে স্বীকৃতি দেওয়া হয় অ্যালান বোর্ডারের নেতৃত্বে প্রথম বিশ্বকাপজয়ী দলকে।

১৪ জন খেলোয়াড় ও তিনজন কোচিং স্টাফদের সবাই এ আয়োজনে শামিল হয়েছিলেন। বোর্ডারের সঙ্গে স্টিভ ওয়াহ, ক্রেইগ ম্যাকডারমট ও ডেভিড বুনরা অস্ট্রেলিয়া-পাকিস্তানের চতুর্থ ওয়ানডের ইনিংস বিরতিতে পদক পান।

ওই দলটির কোচ বব সিম্পসন, টিম ম্যানেজার অ্যালান ক্রম্পটন ও ফিজিও এরোল অ্যালকট এ উৎসবে যোগ দেন দীর্ঘ পথ ভ্রমণ করে। সাবেক অফস্পিনার টিম মে টেক্সাস থেকে যোগ দিয়েছেন।

পদকের চেয়ে বিশ্বজয়ী দলটির খেলোয়াড় ও স্টাফদের জন্য সবচেয়ে আনন্দের ছিল একসঙ্গে হওয়া। এমন পুনর্মিলনীর সুযোগ পেয়ে কেউ হাতছাড়া করেননি। খুব আনন্দে সময় কেটেছে তাদের। বোর্ডার বলেন, ‘এমন স্বীকৃতির জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসির প্রতি কৃতজ্ঞ আমরা। আবারও একসঙ্গে হতে পারা ছিল অসাধারণ। ওই দিনগুলোর কথা মনে করে আমরা খুব মজা করলাম। এছাড়া প্রথম অস্ট্রেলিয়ান দল হিসেবে বিশ্বকাপ জেতার অনুভূতিটা ভালোভাবে টের পেলাম।’ সূত্র- ক্রিকেট অস্ট্রেলিয়া

/এফএইচএম/