রাতে জাপান যাচ্ছে কৃষ্ণা-সানজিদারা

Bangladesh U-16 Women`s Natioanl Football Team at BFF House 4জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) ব্যবস্থাপনায় ২৮ থেকে ২৯ জানুয়ারি জাপানের ওসাকায় অনুষ্ঠিত হবে ‘জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভাল অনূর্ধ্ব-১৫ ফুটবল’। এই টুর্নামেন্টে খেলতে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জাপানের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মেয়ে ফুটবল দল।

এই টুর্নামেন্টে ৪ গ্রুপে মোট ২০টি দল খেলবে। যার ১৮টিই জাপানের। বাংলাদেশ ছাড়া অন্য বিদেশী দল হলো থাইল্যান্ড। টুর্নামেন্টটি অনূর্ধ্ব-১৫ বছর বয়সীদের হলেও জেএফএ-এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে বাংলাদেশকে দেওয়া হয়েছে বিশেষ সুবিধা। এ বছরের সেপ্টেম্বরে ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বের প্রস্তুতির জন্যই এ টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ। 

টুর্নামেন্টটিতে  বাংলাদেশ খেলবে মোট সাত ম্যাচ। তবে তার আগে ২৬ জানুয়ারি জাপানের সাকাই একাডেমির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে কোচ গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে নকআউট পদ্ধতিতে। ফেস্টিভালের ম্যাচগুলো হবে ৪০ মিনিটের (২০+২০) বিরতি থাকবে ৫ মিনিটের। বাংলাদেশ আছে গ্রুপ ‘ডি’তে। যেখানে তাদের সঙ্গী জাপান ও থাইল্যান্ডের শক্তিধর দল।

কোচ ছোটন বলেছেন, ‘অভিজ্ঞতা অর্জনের জন্যই জাপান যাচ্ছি আমরা। জাপান শুধু এশিয়া নয়, বিশ্বেরই অন্যতম সেরা দল। তাদের বিপক্ষে খেলে মেয়েরা অভিজ্ঞতা অর্জন করবে। ফেস্টিভালের ২০ দলের সঙ্গেও ভাব আদান-প্রদান করবে। যা ভবিষ্যতে অনেক কাজে আসবে।’

/আরএম/কেআর/