বায়ার্নে বিধ্বস্ত আর্সেনাল

গোলের পর বায়ার্নের রবার্ত লেভানদোস্কির উল্লাসআরও একবার চ্যাম্পিয়নস লিগ থেকে আগেভাগে বিদায়ের ঘন্টা শুনতে পাচ্ছে আর্সেনাল। বিপরীতে কোয়ার্টার ফাইনালের আগাম সুর শুনতে পাচ্ছে বায়ার্ন মিউনিখ। শেষে ষোলোর প্রথম লেগে জার্মান ক্লাবটির ঘরের মাঠে রীতিমত বিধ্বস্ত হয়েছে আর্সেনাল। গানারদের বিপক্ষে বায়ার্ন জিতেছে ৫-১ গোলে।

আলিয়েঞ্জ অ্যারেনায় গোলবন্যায় ভাসল আর্সেনাল। তাদের কোনও প্রতিরোধই টেকেনি দুরন্ত বায়ার্নের সামনে। স্বাগতিকদের গোলোৎসবের শুরুটা ১১তম মিনিটে। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে আরিয়েন রবেনের নেওয়া বাঁকানো শট আশ্রয় নেয় ইংলিশ ক্লাবটির জালে। শুরুর ওই ধাক্কা অবশ্য কাটিয়ে উঠেছিল আসের্নাল ৩০ মিনিটে আলেক্সিস সানচেসের গোলে। এই গোলটা ছিল নাটকীয়তায় ভরা। রবার্ত লেভানদোস্কি নিজেদের বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় আর্সেনাল। স্পট কিক নিতে আসা সানচেসের শট ঠেকিয়ে দেন বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ার। ফিরে আসা বলে সানচেস শট করলেও লাগেনি পায়ে, যদিও বল তার নিয়ন্ত্রণেই ছিল। ততক্ষণে অবশ্য রক্ষণে ঢুকে পড়েছেন বায়ার্নের খেলোয়াড়। স্পট কিকে সহজ গোল করতে না পারলেও জটলার ভেতর থেকে লক্ষ্যভেদ করে শাপমোচন করেন চিলিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধ শেষ হয় ওই ১-১ গোলের সমতায়। কিন্তু দ্বিতীয়ার্ধে দাঁড়াতে পারেনি আর্সেনাল। ৫৩ মিনিটে লেভানদোস্কির হেড দিয়ে বায়ার্নের এগিয়ে যাওয়া। এর পর ৫৬ মিনিটে স্কোরশিটে নাম তোলেন থিয়াগো আলকান্তারা, ৬৩ মিনিটে আরও একটি গোল পান স্প্যানিশ মিডফিল্ডার। আর শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে আর্সেনালের কফিনে শেষ পেরেকটি মারেন থোমাস ম্যুলার। গোল ডটকম

/কেআর/