শেখ কামাল কাপ থেকে চট্টগ্রাম আবাহনীর বিদায়

শেখ কামাল আন্তর্জাতিক কাপ থেকে বিদায় নিল গতবারের শিরোপাজয়ী চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় সেমিফাইনালে বুধবার দক্ষিণ কোরিয়ার পোচেওন এফসির কাছে হেরে গেছে তারা ২-১ গোলে।

খেলার ২২ মিনিটে মিডফিল্ডার জামাল ভূঁইয়ার করা গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। অধিনায়ক মামুনুল ইসলামের বাঁকানো কর্নারের ফ্লাইট ধরতে পারেননি পোচেওন গোলরক্ষক। দূরের পোস্ট ঘেষে দাঁড়ানো জামাল বল পেয়ে যান ফাঁকায়, আলতো ছোঁয়ায় বল পোস্টে ঠেলে দিতে তিনি কোনও ভুল করেননি। 

তবে গোল করার পর প্রথমার্ধের বাকি সময়টুকু নিজের রক্ষণদুর্গ সামলাতেই ব্যতিব্যস্ত থাকতে হয় স্বাগতিক ক্লাবকে। ৩১ মিনিটে একটি কর্নারের পর পোচেওনের অধিনায়ক চো তায়ে উ’র ব্যাক ভলি ক্রসপিসে লেগে ফিরে এলে ওই যাত্রায় বাঁচে আবাহনী। কিন্তু ৪৩ মিনিটের পর পারেনি তারা। নাইজেরিয়ান ডিফেন্ডার মুফতা লাওয়াল পার্ক সিউং রিওলকে বক্সের মাঝে ফাউল করলে পেনাল্টি পায় পোচেওন। জং ইয়ং ইক পেনাল্টি থেকে সমতা আনেন। 

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই জোরলো আক্রমণ থেকে গোল করে বসে পোচেওন। মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু পাস আয়ত্তে নিয়ে জোরালো শটে গোল করেন পার্ক সিউং রিওল। এই গোলেই শেষ পর্যন্ত কপাল পোড়ে চট্টগ্রাম আবাহনীর।

শুক্রবার ফাইনালে মালদ্বীপের টিসি স্পোর্টসের মুখোমুখি হবে পোচেওন।

/আরএম/এফএইচএম/