জিততে পারল না ম্যানইউ

iজিতলে লিভারপুলকে টপকে যেতে পারত ম্যানইউ। কিন্তু এক পয়েন্ট পেল তারা ড্র করে।

নায়ক হওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না জ্লাতান ইব্রাহিমোভিচ। পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। যে কারণে তার দল ম্যানচেস্টার ইউনাইটেডকে ভোগ করতে হয়েছে অপ্রত্যাশিত একটি ফল। বোর্নমাউথের বিপক্ষে আগের পাঁচটি হোম ম্যাচের সবগুলো জিতলেও শনিবার পয়েন্ট হারিয়েছে তারা। ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ।

বলতে গেলে জয়ের সুযোগ ছুঁড়ে ফেলেছে ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ড থেকে বীরের বেশে মাঠ ছেড়েছেন বোর্নমাউথের গোলরক্ষক আরতুর বোরুচ। ৭২ মিনিটে ইব্রাহিমোভিচের পেনাল্টিসহ স্বাগতিকদের বেশ কয়েকটি প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন তিনি। ১০ জনের দল নিয়েও ম্যানইউকে পুরো পয়েন্ট না দেওয়ার কৃতিত্ব তারই।

২৩ মিনিটে মার্কো রোহো ম্যানইউকে এগিয়ে দেন। আর ৪০ মিনিটেই জোশুয়া কিং বোর্নমাউথকে সমতায় ফেরান। ৪৫ মিনিটে এন্ড্রু সুরমান দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয় বোর্নমাউথ।

/এফএইচএম/