শেষ আটে রিয়াল মাদ্রিদ

_95007302_gettyimages-649321596উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়েও নাপোলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোর খেলায় ইতালিয়ান নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে জায়ান্টরা।

যদিও প্রথমার্ধে একপেশে ভাবেই রিয়ালের ওপর চেপে খেলেছিল নাপোলি। যার প্রমাণ রাখে ২৪ মিনিটেই। মারেক হামসিকের ক্রসে কোনাকুনি শটে জালে বল জড়ান মের্টেন্স।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে দেন রিয়াল অধিনায়ক সার্হিও রামোস। টনি ক্রুসের কর্নারে হেড করে গোল করেন তিনি। এই মৌসুমে এ নিয়ে ৮ গোল করলেন রিয়াল তারকা।

অবশ্য পরের গোলটিতেও ভূমিকা ছিল অধিনায়ক রামোসেরই। ক্রুসের কর্নার থেকে বুলেট হেড করেছিলেন। কিন্তু বলটি মের্টেন্সের গায়ে লেগেই জড়ায় নাপোলির জালে। ফলে গোলটি নাম লেখায় আত্মঘাতী হিসেবে! যোগ করা সময়ে শেষ গোলটি করেন মোরাতা।

এই জয়ে দুই লেগে রিয়ালের ব্যবধান ছিল ৬-২। এরমধ্য দিয়ে স্প্যানিশ জায়ান্টরা সপ্তমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো। যেখানে গত ১২ ম্যাচেই তারা অপরাজিত। ৭ ম্যাচে জয়ের সঙ্গে ছিল ৫টি ড্র।

এছাড়া অপর ম্যাচে আর্সেনালকে ৫-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।   

/এফআইআর/