লাতিন আমেরিকায় গোল করতে পারতেন না রামোস!

রামোসকাজটা তার রক্ষণ সামলানোর। অথচ যখনই বিপদে পড়ছে রিয়াল মাদ্রিদ, তখনই দুর্দান্ত সব গোল করে টেনে তুলছেন সের্হিয়ো রামোস। যদিও লাতিন আমেরিকার হলে রামোসের এই গোলের কীর্তি দেখা যেত না বলেই বিশ্বাস হুয়ান রোমান রিকুয়েলমের।

এই তো রিয়ালের সবশেষ ম্যাচেই আরেকবার নায়ক হয়ে আবির্ভূত হলেন রামোস। রিয়াল বেতিসের বিপক্ষে পয়েন্ট হারাতে বসা ম্যাচের শেষ দিকে ঝলক দেখিয়ে মাদ্রিদের ক্লাবটিকে এনে দেন গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট। এ তো কিছুই না, ২০১৪ সালে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা রিয়াল জিতেছিল রামোসের শেষ মুহূর্তের গোলের কারণেই। গুরুত্বপূর্ণ গোলের সংখ্যা স্প্যানিশ ডিফেন্ডারের আছে আরও। যদিও গুরুত্বপূর্ণ সময়ে শুধু নয়, কখনোই নাকি এই রামোস গোল পেতেন না লাতিন আমেরিকায় খেললে। চিলিয়ান টেলিভিশন ‘কানাল থার্টিন’-এ দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার রিকুয়েলমে।

বারবার রিয়ালকে বাঁচিয়ে দেওয়া রামোস প্রসঙ্গে রিকুয়েলমের বক্তব্য, ‘লাতিন আমেরিকা হলে তারা (খেলোয়াড়রা) অন্যভাবে মার্ক করতো তাকে (রামোসকে)। তারা সের্হিয়ো রামোসকে দৌড়ানোর সুযোগটাই দিতো না, তাই সে একটা গোলও করতে পারতো না।’

বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডারের কথা শুনে রামোস কিংবা রিয়াল ভক্তরা চেঁচিয়ে উঠতেই পারেন! মার্কা

/কেআর/