রোনালদোর কাছে শততম ইউরোপীয় গোল ‘অপ্রত্যাশিত’

ক্রিস্তিয়ানো রোনালদোচ্যাম্পিয়নস লিগে ১১ ঘণ্টার গোলখরা কাটালেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার জোড়া গোলে বায়ার্ন মিউনিখের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জিতেছে রিয়াল মাদ্রিদ। প্রথম খেলোয়াড় হিসেবে শততম ইউরোপীয় গোলের রেকর্ড এ ম্যাচেই গড়লেন পর্তুগিজ ফরোয়ার্ড।

মিউনিখ জয়ের পর রিয়াল ফরোয়ার্ডকে বিশেষভাবে সম্মানিত করেছেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। রোনালদোর এ অর্জনের প্রশংসা করেছেন তিনি। তাকে একটি বিশেষ জার্সি তুলে দেওয়া হয় বৃহস্পতিবার। আর সেখানেই নিজের এ ‘অপ্রত্যাশিত’ কীর্তি নিয়ে কথা বলেছেন সিআরসেভেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড বলেছেন, ‘ইউরোপে ১০০ গোল করা খুব বড় সম্মানের। গুরুত্বপূর্ণ জয়ে এটা ছিল বিশেষ একটি দিন। আমি খুব খুশি। রিয়াল মাদ্রিদের প্রতি আমি কৃতজ্ঞ, চমৎকার একটি ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়েছে তারা। সতীর্থদেরও ধন্যবাদ।’

রেকর্ড গড়ার পর নিজের অনুভূতি প্রকাশে ৩২ বছর বয়সী তারকা বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগে আমি যখন প্রথম গোল করি তখন একবারের জন্যও ভাবিনি কখনও এমন একটা রেকর্ড গড়তে পারব। আমার জন্য এটা বিশাল সম্মানের। কারণ এটা খুব কঠিন সংখ্যা। আমি আনন্দিত।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/