আর্জেন্টিনা প্রধানের সঙ্গে কোনও কথা হয়নি সাম্পাওলির

হোর্হে সাম্পাওলিএদগার্দো বাউসা বরখাস্তের পর আর্জেন্টিনা কোচের শূন্যস্থান পূরণে শোনা যাচ্ছে হোর্হে সাম্পাওলির নাম। আর্জেন্টিনার একটি ক্রীড়া দৈনিকের রিপোর্টে জানা গেছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া এক বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব দিয়েছেন সাম্পাওলিকে। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করার সুযোগও নাকি দেওয়া হবে তাকে। কিন্তু এসব কিছুকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন সেভিয়ার কোচ।

তাপিয়ার সঙ্গে তার আইনজীবীর আলাপের খবর প্রত্যাখ্যান করেছেন সাম্পাওলি। যদিও টিওয়াইসি স্পোর্টস জানায়, আর্জেন্টাইন কোচের আইনজীবী ফার্নান্দো বারেদসকে গত রবিবার বার্সেলোনার হোটেল আর্টসে দেখা গেছে। যেখানে ছিলেন তাপিয়া। চুক্তি নিয়ে কথাও হয়ে গেছে তাদের মধ্যে। আর এ বিষয়টি ভ্যালেন্সিয়ার সঙ্গে সেভিয়ার গোলশূন্য ড্রর পর পরিষ্কার করেছেন চিলির সাবেক কোচ।

আইনজীবী ও এএফএ প্রধানের আলাপের ব্যাপারে জানতে চাইলে সাম্পাওলি বলেছেন, ‘আপনারা যে আলাপের কথা বলছেন সেটা সম্পর্কে আমার জানা নেই। কারও সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। আমি শুক্রবার আমার ভবিষ্যত নিয়ে কথা বলেছি। আমি জানি না কী বলা উচিত। কারণ শুক্রবারের পর কোনও কিছু পাল্টে যায়নি।’

কয়েকদিন আগে সাম্পাওলি বলেছিলেন, ‘আমি এখন দলের বাকি ছয় ম্যাচে মনোযোগ দিচ্ছি। কারণ সেভিয়ার সামনে খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য। আমরা চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়ে যেতে চাই।’

গত সপ্তাহে সেভিয়া এএফএকে সতর্ক করে যে সাম্পাওলির সঙ্গে কোনও ধরনের আলাপ ‘অগ্রহণযোগ্য’। অবশ্য এক বছরের জন্য চুক্তি নবায়নের প্রস্তাব তারা দিয়েছিল, কিন্তু সেটায় সই করেননি সাম্পাওলি। সাড়ে ১০ লাখ রিলিজ ক্লজে এ মৌসুমে স্প্যানিশ ক্লাবটি ছাড়তে পারবেন তিনি। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/