‘লিগ-কোপা দেল রে জিততে সবকিছু করবে বার্সা’

luis-suarez-lionel-messi-espanyol-barcelona-laliga-29042017_1mihpvnds8mki1jld0bxifg15uপ্রথম মৌসুমে এসেই বার্সেলোনাকে ট্রেবল জিতিয়েছিলেন লুই এনরিকে। এবার ন্যু ­­­­­ক্যাম্পে তার শেষ মৌসুম। কিন্তু বিদায়ী মৌসুমে ‘ত্রিমুকুট’ জেতা হচ্ছে না। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালেই যে বাদ পড়েছে কাতালান ক্লাব। আর ৪ ম্যাচে বার্সার ডাগআউটে দেখা যাবে এনরিকেকে, লা লিগায় ৩টি ও কোপা দেল রে ফাইনাল। তার সামনে সুযোগ দুটি শিরোপা জেতার। ‘দ্বিমুকুট’ মাথায় নিয়ে বিদায় নিতে বদ্ধপরিকর বার্সা কোচ।

ভিয়ারিয়াল, লাস পালমাস ও এইবারের বিপক্ষে লিগের শেষ তিন ম্যাচ খেলবে বার্সা। আলাভেসের বিপক্ষে কোপা দেল রের ফাইনাল ২৭ মে। গত শনিবার এস্পানিওলের বিপক্ষে ৩-০ গোলে জিতে লিগে আবার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সা।

এ জয়ের পর লিগ শিরোপার হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী হওয়ার আশা এনরিকের মনে। শেষবেলায় নিজের লক্ষ্য সম্পর্কে তিনি জানান, ‘আমাদের দুটি স্পষ্ট ও মূল্যবান লক্ষ্য আছে- লিগ ও কাপ। আমরা এগুলো পেতে সবকিছু করব।’

লুই সুয়ারেস ৩টি লিগ ম্যাচ পর গোলখরা কাটালেন। তার উপর যে কখনও আস্থা হারাননি সেটা ম্যাচ শেষে জানালেন কোচ, ‘সুয়ারেসকে নিয়ে আমি কখনও দুশ্চিন্তা করিনি। কারণ সে শুধু গোলের চেয়ে অনেক কিছু এনে দিয়েছে দলে। তার মতো স্ট্রাইকারের কাছে গোল পাওয়া দারুণ।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/