‘রিয়াল মাদ্রিদ আমাদের চেয়েও সেরা ছিল’

andres-iniesta-cristiano-ronaldo-barcelona-real-madrid-03122016_gca172w71d4i1ozgdas4qo8ggলা লিগায় শেষ ম্যাচ জিতেই শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। অপর দিকে অ্যাইবারের বিপক্ষে জয় পেলেও শিরোপা জেতার পক্ষে যথেষ্ট ছিল না সেই জয়। আর প্রতিদ্বন্দ্বীদের এমন সাফল্যে তাদের প্রশংসায় ভাসিয়েছেন বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। ম্যাচের পর এভাবেই জানালেন নিজের অনুভূতি, ‘আমরা যা যা করার প্রয়োজন ছিল করেছি। কিন্তু রিয়াল মাদ্রিদ আমাদের চেয়েও সেরা ছিল। তাদের অভিনন্দন।’

অ্যাইবারের বিপক্ষে ৪-২ গোলে জয় পেলেও শুরুতে কিন্তু পিছিয়ে পড়েছিল অসহায় ভাবেই। গুঞ্জন ছিল হয়তো ওই সময় রিয়ালের ম্যাচের ফলটাই প্রভাব ফেলেছিল তাদের ওপর! রিয়াল মাদ্রিদ অগ্রগামিতা পেয়েছে বলেই খোলস ছেড়ে বেড় হতে সময় লাগছিল বার্সার! এমন গুঞ্জনকে অবশ্য উড়িয়ে দিয়েছেন ইনিয়েস্তা, ‘না, আমরা ওই কারণে গোলের সুযোগ হাতছাড়া করিনি। এসব কিছুর সঙ্গে কোনও যোগসূত্র নেই। তবে আমরা জয় পেয়েছি। এটাই আসল কথা।’

তিনি আরও যোগ করেন রিয়ালের ম্যাচের সূত্র ধরেই, ‘আমরা জেনেছিলাম রিয়াল প্রথমার্ধে স্কোর করেছিল। এর বাইরে আর কিছুই জানতাম না। আমরা নিজেদের কাজটাই করেছি।’

লা লিগা শিরোপা ছাড়াই ক্লাব থেকে বিদায় নিচ্ছেন লুই এনরিকে। তবে একেবারেই শূন্যহাতে বিদায় নিচ্ছেন না তিনি! আগামী সপ্তাহেই আলাভেসের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে মুখোমুখ হবে বার্সা। সেখানে শিরোপা নিয়েই ক্লাবকে বিদায় জানানোর ‍সুযোগ পাবেন এনরিকে!  

/এফআইআর/