মুক্তিযোদ্ধাকে উড়িয়ে সেমিফাইনালে রহমতগঞ্জ

রহমতগঞ্জের গোল উদযাপনসেমিফাইনালের সূচি চূড়ান্ত হয়ে গেল শনিবারের শেষ কোয়ার্টার ফাইনালের পর। শেখ জামাল ধানমন্ডি ক্লাব, চট্টগ্রাম আবাহনী ও ঢাকা আবাহনীর সঙ্গে শেষ চারে যোগ দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে নাম লেখায় পুরান ঢাকার ক্লাবটি। আগামী ২ জুন রহমতগঞ্জ প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে। আর পরদিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড।

মুক্তিযোদ্ধার বিপক্ষে দাপটের সঙ্গে খেলেছে রহমতগঞ্জ। দারুণ বোঝাপোড়ায় শুরু থেকেই তারা চাপে রাখে প্রতিপক্ষকে। তবে গোলের দেখা পেতে ৩১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ম্যাচের ৩২ মিনিটে রহমতগঞ্জের শারহাম হাওলাদার গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় পুরান ঢাকার ক্লাবটি।

বিরতির পর ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল বাঙ্গুরা। ৬৯ মিনিটে শারহাম হাওলাদার তার জোড়া গোল পূর্ণ করলে রহমতগঞ্জ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

ম্যাচের যোগ করা সময়ে মুক্তিযোদ্ধার মতিউর রহমানের গোলটি শুধু সান্ত্বনার ছিল।

/এফএইচএম/