বুফনের জন্য কাসিয়াসের চাওয়া

বুফনের সঙ্গে কাসিয়াসবিশ্বকাপ পর্যন্ত জিতেছেন তিনি। ক্লাব ফুটবলে ভিজছেন শিরোপার বৃষ্টিতে। জেতা হয়নি শুধু চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। অধরা স্বপ্নটা কি এবার পূরণ হবে জিয়ানলুইজি বুফনের? ইউরোপিয়ান প্রতিযোগিতার এবারের ফাইনালে জুভেন্টাসের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। কার্ডিফের ফাইনাল জিতে ফুটবল ক্যারিয়ারের অপূর্ণতা ঘোচাতে চাইছেন এই গোলরক্ষক। শিরোপাটি যে তার জেতা উচিত, সেটা খুব করে অনুভব করেন ইকের কাসিয়াস। যদিও দীর্ঘদিনের ক্লাব রিয়াল মাদ্রিদের ঘরেই শিরোপা দেখতে চাইছেন স্প্যানিশ গোলরক্ষক।

শনিবার কার্ডিফের ফাইনালে মুখোমুখি হবে জুভেন্টাস-রিয়াল। ওই ম্যাচ নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন কাসিয়াস এভাবে, ‘অবশ্যই বুফন চ্যাম্পিয়ন লিগ শিরোপার দাবিদার, যদিও আমি রিয়াল মাদ্রিদকেই সমর্থন করব। তাদের আমি সমর্থন করবই, কারণ এটা আমার দল।’ বুফনকে নিয়ে বললেন আলাদাভাবে, ‘সে (বুফন) দুর্দান্ত সব বছর কাটিয়েছে। আর ৩৯ বছর বয়সেও দেখিয়ে চলেছে সে এখনও গ্রেট গোলরক্ষক। চ্যাম্পিয়নস লিগ ছাড়া তার ক্যারিয়ার শেষ হতে পারে না।’

শৈশবের ক্লাব রিয়াল ছেড়ে ২০১৫ সালে কাসিয়াস যোগ দিয়েছেন পর্তুগিজ ক্লাব পোর্তোতে। রিয়াল ছাড়ার পর অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি ৩৬ পেরিয়ে যাওয়া এই গোলরক্ষক। জিততে পারেনি কোনও শিরোপা। জাতীয় দল স্পেনেও জায়গা পাচ্ছেন না নিয়মিত। মার্কা

/কেআর/