নতুন কোচ সাম্পাওলির অধীনে মেসির প্রথম অনুশীলন

মেসি-সাম্পাওলিলিওনেল মেসিকে গ্যালারি থেকে দেখার অপেক্ষায় আছেন ৯৯ হাজার দর্শক। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উত্তেজনাকর আর্জেন্টিনা-ব্রাজিলের ধ্রুপদী লড়াইয়ের আগেই অবশ্য মেসিকে দেখার সৌভাগ্য হয়েছে অনেকের। মেলবোর্ন শহরের বান্ডুরা ট্রেনিং সেন্টারে অনুশীলন করেছেন বার্সেলোনা তারকা। সোমবারের এই অনুশীলন দিয়ে নতুন কোচ হোর্হে সাম্পাওলির অধীনে প্রথমবার ট্রেনিংয়ে নেমেছিলেন মেসি।

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে প্রথম পরীক্ষায় নামতে যাচ্ছেন সাম্পাওলি। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে বেশ খানিকটা সময় পাচ্ছেন আর্জেন্টিনার নতুন কোচ। তাছাড়া দলের অনেক খেলোয়াড় যোগ দেননি এখনও। মঙ্গলবার আর্জেন্টিনার ঘরোয়া লিগে খেলা ৬ খেলোয়াড়ের যোগ দেওয়ার কথা। আর শনিবার চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলা উঠতি তারকা পাউলো দিবালা ও তার জুভেন্টাস সতীর্থ গনসালো হিগুয়েইন দলের সঙ্গে যোগ দেবেন বুধবার।

সোমবার তাই হালকা অনুশীলনই করেছে আর্জেন্টিনা। বেশি সময় অনুশীলন না করলেও খুব কাছ থেকে প্রত্যেকে দেখেছেন সাম্পাওলি। ব্রাজিলের ম্যাচটা প্রীতি হলেও তার নজর অবশ্য বিশ্বকাপ বাছাইয়ে। যেখানে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই আর্জেন্টিনা।

মেসিকে কেন্দ্র করেই তার সব পরিকল্পনা। দায়িত্ব নেওয়ার পরই জানিয়েছেন দলে এমন একটা পরিবেশ তৈরি করতে চান, যাতে সুখে থাকে মেসি। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ নিয়েও তার আলোচনা হয়েছিল বার্সেলোনা ফরোয়ার্ডের সঙ্গে। মেলবোর্নের ম্যাচে তিনি খেলতে চান কিনা, সে ব্যাপারেও কথা হয়েছিল তার। দীর্ঘ মৌসুম শেষে প্রীতি ম্যাচে খেলতে মুখিয়ে আছেন বলে মেসি জানিয়েছিলেন সাম্পাওলিকে।

শুক্রবার অস্ট্রেলিয়ায় ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের পর আর্জেন্টিনা মুখোমুখি হবে সিঙ্গাপুরের। মার্কা

/কেআর/