জরিমানা দিয়ে জেলের শাস্তি থেকে মেসির মুক্তি

messiসময়টা ভীষণ খারাপ যাচ্ছিল লিওনেল মেসির। কিছুতেই স্বস্তিতে থাকতে পারছিলেন না। প্রায়ই হাজিরা দিতে হচ্ছিল আদালতে। কর ফাঁকির মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় অবস্থা হয়ে দাঁড়ায় আরও বেগতিক। সময়ের সেরা ফুটবলারকে কিনা জেল খাটতে হবে ২১ মাস! অবশেষে মুক্তি মিলল আর্জেন্টাইন অধিনায়কের। মোটা অঙ্কের জরিমানা দিয়ে জেলের শাস্তি কাটিয়েছেন তিনি।

শুক্রবার স্প্যানিশ আদালত জানিয়েছেন, গত জুলাইয়ে কর ফাঁকির মামলায় ২১ মাসের জেল হওয়া মেসির শাস্তি তুলে নেওয়া হয়েছে ২,৫০,০০০ ইউরো জরিমানায়। একই অপরাধে ১৫ মাসের জেল হওয়া মেসির বাবার শাস্তিও উঠে গেছে জরিমানা দিয়ে। হোর্হে মেসির শাস্তি তুলে নিতে জরিমানা গুনতে হয়েছে ১,৮০,০০০ ইউরো।

মেসি ও তার বাবার বিরুদ্ধে অভিযোগ ছিল, আর্জেন্টাইন খুদে জাদুকরের ইমেজ স্বত্ব থেকে আয় করা টাকার কর দেননি তারা স্প্যানিশ সরকারকে। করের পরিমাণটা ছিল ৪.১ মিলিয়ন ইউরো। সেই অভিযোগে কাতালুনিয়ার এক আলাদতে দায়ের করা মামলায় দোষী প্রমাণিত হন বার্সেলোনা তারকা। তাই আদালত পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে ২১ মাসের জেলের শাস্তি শোনান। তবে স্পেনে কোনও ব্যক্তি প্রথমবার অপরাধ করলে এবং তার শাস্তি ২৪ মাসের কম হলে জেল খাটতে হয় না। সেই আইনে মেসির জেল না যাওয়াটা নিশ্চিত হয়ে ছিল আগেই। শুক্রবার আদালতের আদেশের পর এখন আর জেলের কোনও বিষয়ই থাকল না আর।

তবে এখনও একটা শর্ত আছে। সামনের দুই বছরের মধ্যে আবারও যদি জেলের শাস্তি পান, তাহলে জরিমানা দিয়ে মুক্তি পাওয়া ২১ মাসের জেলও যোগ হবে তার সঙ্গে। আর সেই কারণেই গুঞ্জন উঠেছিল কর ফাঁকির মামলায় শাস্তি পাওয়ায় মেসি আর থাকতে চাইছেন না স্পেনে, ২০১৮ সালের জুনে চুক্তির মেয়াদ শেষেই বিদায় জানিয়ে দেবেন বার্সেলোনাকে। তবে সব গুঞ্জন বাতাসে মিলিয়ে গেছে আর্জেন্টাইন অধিনায়ক বার্সেলোনার সঙ্গে আরও তিন বছরের নতুন চুক্তি করতে রাজি হওয়ায়। মার্কা

/কেআর/