ম্যানইউ ছেড়ে এভারটনে ফিরলেন রুনি

_96843081_rooneyপ্রিমিয়ার লিগের গত মৌসুমে মাত্র ২৫ ম্যাচ খেলেছেন ওয়েন রুনি, ম্যানচেস্টার ইউনাইটেডের ১৩ মৌসুমে এবারই সবচেয়ে কম। রেড ডেভিলদের জার্সিতে আরও একটি বাজে অভিজ্ঞতা হয়েছে তার। যিনি পাঁচবার ইংল্যান্ডের শীর্ষ লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, তিনি কি না গত মৌসুম শেষ করলেন সব ধরনের প্রতিযোগিতায় মাত্র ৮ গোল করে! নতুন কোচ হোসে মরিনহোর দলে যেন ‘বোঝা’ হয়ে ছিলেন রুনি। তাই ১৩ বছরের ক্লাবটির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফিরে গেলেন এভারটনে, যেখানে শুরু করেছিলেন ফুটবল ক্যারিয়ার।

২০০৪ সালে ২ কোটি ৭০ লাখ পাউন্ডে এভারটন থেকে ম্যানইউতে যোগ দেন রুনি। রেড ডেভিলদের হয়ে খেলেছেন ৫৫৯ ম্যাচ, গোল করেছেন ২৫৩টি। ক্লাবটির সর্বকালের শীর্ষ গোলদাতার আসনও তার দখলে। ইউনাইটেডের সঙ্গে জিতেছেন ৫ প্রিমিয়ার লিগ এবং একটি করে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ শিরোপা। সমৃদ্ধশালী ক্যারিয়ার হলেও নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আর ওল্ড ট্রাফোর্ডে থাকছেন না রুনি। এভারটন থেকে ম্যানইউতে যোগ দেওয়া রোমেলু লুকাকুর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি গুডিসন পার্কে।

ইংল্যান্ডের ফরোয়ার্ড পুরানো ক্লাবে ফিরতে পেরে ‘খুব আনন্দিত’ এবং তার বিশ্বাস  সেখানে তার প্রথম ম্যাচের দিনটা হবে ‘আবেগঘন’। রুনি বলেছেন, ‘আগের ক্লাবে ফিরতে পেরে খুব আনন্দ হচ্ছে। ছেলেদের সঙ্গে দেখা করতে আর তর সইছে না। দ্রুত ট্রেনিং মাঠে ফিরতে চাই, আর খেলার মাঠে নামতে মুখিয়ে আমি।’

গুডিসন পার্কে প্রথম অধ্যায়ে ৭৭ ম্যাচে ১৭ গোল করা রুনি এবার এভারটনকে সফল জায়গায় নিয়ে যেতে চান, ‘আমি এ দলকে সমর্থন করি, যেখানে বেড়ে উঠেছি। আমার ফেরার কারণ, আমি মনে করি ক্লাবটি এগিয়ে যাবে এবং সফল হবে। সামনে থেকে অবদান রাখতে চাই আমি।’

রুনিকে আনতে এভারটন কত খরচ হয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ১ কোটি পাউন্ডের বিনিময়ে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। আর তাকে আনতে পেরে আরও উদ্যোমী হয়ে উঠেছেন এভারটন কোচ রোনাল্ড কোম্যান। গোল, বিবিসি, ইএসপিএনএফসি

/এফএইচএম/