‘মেসি হলো একটা মেশিন’

‘মেশিন’ মেসির সঙ্গে জাভিখেলোয়াড়ি জীবনে কম বিশেষণ তো আর যোগ হয়নি লিওনেল মেসির নামের পাশে। এবার ‘মেশিন’ শব্দটাও জুড়ে দিলেন জাভি। দীর্ঘ সময় বার্সেলোনার জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন দুজন। ন্যু ক্যাম্প ছাড়লেও মেসির প্রতি মুগ্ধতা এতটুকু কমেনি স্পেনের সাবেক এই মিডফিল্ডারের। আর্জেন্টাইন ফরোয়ার্ডের জাদুকরী পারফরম্যান্সে মুগ্ধ জাভি এবার ‘মেশিন’ হিসেবে উল্লেখ করছেন তাকে। জাভির চোখে যে ‘মেশিন তৈরি হয়েছে ফুটবল খেলার জন্য।’

সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় মেসিকে। ক্লাব ও ব্যক্তিগত ফুটবলে সাফল্যের বৃষ্টিতে ভেজা আর্জেন্টাইন অধিনায়ক হাতে তুলেছেন পাঁচটি ব্যালন ডি’অর। বাঁ পায়ের জাদুতে প্রতিনিয়ত ফুটবল বিশ্বকে মোহিত করা মেসির সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন জাভি বার্সেলোনায়। খুব কাছ থেকে খুদে জাদুকরকে দেখেছেন বলে তার মুগ্ধতা আরও বেশি। এতটাই যে এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ‘মেশিন’ হিসেবেই বর্ণনা করছেন মেসিকে।

‘ট্যাকটিক্যাল রুম’ নামের ম্যাগাজিনকে জাভি বলেছেন, ‘লিও একই সময়ে জাভি, (আন্দ্রেস) ইনিয়েস্তা, (সের্হিয়ো) ‍বুশকেৎসের কাজ করার পাশাপাশি নিজের খেলাটাও চালিয়ে যেতে পারে।’ ফুটবলের এই প্রতিভা জাভির কাছে তাই, ‘ও হলো একটা মেশিন, যা তৈরি হয়েছে ফুটবল খেলার জন্য।’ গোল ডটকম

/কেআর/