‘বার্সেলোনার চেয়ে ভালো জায়গা কোথাও পাবে না নেইমার’

আরও অনেক বছর নেইমারকে বার্সেলোনায় চান সের্হিয়ো বুশকেৎসমাঠের ভেতরের চেয়ে বাইরের বিষয়টাই তাদের সামলাতে হচ্ছে বেশি! শুরুতে বার্সেলোনা সরাসরি নেইমারের চলে যাওয়ার ব্যাপারে স্পষ্ট ‘না’ বললেও এখন যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছে তারা। তাহলে কি সত্যিই ন্যু ক্যাম্প ছেড়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড? সের্হিয়ো বুশকেৎস যাওয়া- না যাওয়ার ব্যাপারে কোনও কথা না বললেও জানিয়ে রাখলেন, বার্সেলোনার চেয়ে ভালো জায়গা নেই নেইমারের জন্য।

থামছে না নেইমারকে নিয়ে চলমান গুঞ্জন। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে আরও রসদ যোগ হচ্ছে প্রতিদিন। প্যারিস সেন্ত জার্মেই বাইআউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিয়ে ব্রাজিলিয়ান তারকাকে দলে নিতে চাওয়ায় গুঞ্জনটাই এখন দলবদলের বাজারে সবচেয়ে বড় আলোচনা। প্রাক মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রে থাকা বার্সেলোনাও স্বস্তিতে নেই এই ইস্যুতে। সংবাদ সম্মেলনেও ধেঁয়ে এসেছিল নেইমারের দলবদলের ইস্যু। বুশকেৎস উত্তর যেভাবে দিয়েছেন, তাতে নেইমারের ন্যু ক্যাম্প ছাড়ার গুঞ্জনটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে দলবদল নিয়ে যখন বললেন, ‘এই বিষয় নিয়ে যদি কেউ জেনে থাকে, সেটা ও (নেইমার) নিজে।’

তবে স্প্যানিশ মিডফিল্ডার আশা করছেন, আরও অনেক বছর নেইমার থাকবেন বার্সেলোনা। কেন, তার ব্যাখ্যাও দিয়েছেন বুশকেৎস, ‘আশা করছি নেইমার অনেক বছর থাকবে (বার্সেলোনায়)। বার্সেলোনার মতো জায়গা কোথাও খুঁজে পাবে না ও।’ কথাটা বলার পর আশঙ্কার জায়গাটাও রেখে দিয়েছেন তিনি, ‘যদিও আমি কিছু বলতে পারব না, যে কোনও কিছুই হতে পারে।’

বুশকেৎসের শেষের এই মন্তব্যটা আরও ঘোলাটে করে দিয়েছে নেইমারের দলবদল নিয়ে চলমান পরিস্থিতি। তাহলে কি সত্যিই বার্সেলোনা ছাড়ছেন নেইমার? উত্তরটা জানতে মুখিয়ে আছে গোটা ফুটবল বিশ্ব। মার্কা

/কেআর/