নেইমার এখনও বার্সেলোনার: ভালভারদে

42B7D0EC00000578-0-image-a-16_1501114874405প্রাক-মৌসুমে আরেকটি জয়, আবারও নেইমারের দুর্দান্ত পারফরম্যান্স। মাঠে দারুণ জবাব দিলেও সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন শুনতে হলো বার্সেলোনা কোচ এর্নেস্তো ভালভারদেকে। সবসময়ের মতো এবারও কৌশলে জবাব দিলেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর নেইমারের পারফরম্যান্সে সন্তুষ্ট ভালভারদে। জোর গলায় তিনি বললেন, প্যারিস সেন্ত-জার্মেইতে তার যাওয়া এখনই হচ্ছে না। সাংবাদিকদের স্প্যানিশ কোচ বলেছেন, ‘খবর হলো নেইমারকে খুব খুশি দেখাচ্ছিল। ম্যানচেস্টারের কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলেছে সে।’

নেইমারের পারফরম্যান্সে মুগ্ধ ভালভারদে আরও যোগ করেছেন, ‘সে এখনও আমাদের সঙ্গে আছে, এটার চেয়ে বেশি খবর আর নেই। এটাই খুব ভালো খবর। আমরা ইউনাইটেডের বিপক্ষে ফলাফলে খুব খুশি।’

জুভেন্টাসের বিপক্ষে জেতার পর ম্যানইউকে হারানোর স্বাদ পেয়েছে বার্সেলোনা। দুটি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আত্মবিশ্বাসী ভালভারদে, ‘ইউনাইটেডের মতো দলের বিপক্ষে আমরা জিতলাম বলে ভালো লাগছে, তারা অনেক শক্তিশালী দল। আমি ম্যানইউকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখি। তারা হয়তো ভালো মুহূর্ত পায়নি। কিন্তু তারা ইউরোপা লিগ চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়নস লিগ খেলবে আগামী মৌসুমে।’

অনেক সুযোগ তৈরি করেও গোল না পাওয়ার আক্ষেপ ছিল বার্সেলোনা কোচের কণ্ঠে। শেষ পর্যন্ত জয়ে স্বস্তি। তবে ইউরোপের শীর্ষ মঞ্চে ম্যানইউর মুখোমুখি হতে চান না তিনি, ‘তারা সব প্রতিযোগিতায় শিরোপাপ্রার্থী। আমি মনে করি প্রিমিয়ার লিগ ও ইউরোপে তাদের হারানো কঠিন। চ্যাম্পিয়নস লিগে আমি তাদের খেলতে চাই না।’ মার্কা, গোল, ইএসপিএনএফসি

/এফএইচএম/