নেইমার গেলেন, বার্সেলোনায় এলেন পাউলিনিয়ো

পাউলিনিয়োনেইমার প্যারিস সেন্ত জার্মেইয়ে চলে যাওয়ার পর প্রথমবার কোনও খেলোয়াড়কে কিনেছে বার্সেলোনা। গুয়াংঝু এভারগ্রান্দে থেকে পাউলিনিয়োকে ৪ কোটি ইউরোতে চুক্তিবদ্ধ করেছে স্প্যানিশ জায়ান্টরা।

সোমবার ক্লাব জানায়, ২৯ বছর বয়সী মিডফিল্ডারকে চার বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে তারা। সুপার কাপের দ্বিতীয় লেগের পরদিন বৃহস্পতিবার পাউলিনিয়োর স্বাস্থ্য পরীক্ষা হবে। ওইদিনই দর্শকের সামনে হাজির হবেন এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার। জানা গেছে, ১২০ মিলিয়ন ইউরো বাইআউট ক্লস ধরা হয়েছে পাউলিনিয়োর।

২০১৩ সালে করিন্থিয়ান্স থেকে টটেনহ্যামে গিয়েছিলেন পাউলিনিয়ো। ব্রাজিল কোচ লুইস ফেলিপ স্কলারির সঙ্গে যোগ দিতে দুই বছর পর গুয়াংঝুতে যোগ দেন তিনি। দুটি লিগ শিরোপা ও এএফসি চ্যাম্পিয়নস লিগসহ ক্লাবটির সঙ্গে ছয়টি শিরোপা জিতেছেন এ ব্রাজিলিয়ান। চীনা ক্লাবের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলেও ফিরেছেন পাউলিনিয়ো।

/এফএইচএম/