এবার জাপানের কাছে বাংলাদেশের মেয়েদের হার

বাংলাদেশ-জাপানের ম্যাচের একটি মুহূর্তউত্তর কোরিয়ার চেয়ে বাংলাদেশের মেয়েরা পিছিয়ে ছিল অনেক। এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে তাদের হারটা অনুমিতই ছিল, তবে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছিল খেলোয়াড়রা। যদিও মাঠের ফুটবলে অসহায় আত্মসমর্পণ করে হারতে হয়েছিল ৯-০ গোলে। হেরেছে জাপানের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচেও। তবে নিজেদের ছন্দে দেখা গিয়েছে বাংলাদেশের মেয়েদের এই ম্যাচে। লড়াই করেই হেরেছে তারা ৩-০ গোলে।

টুর্নামেন্টের সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন জাপান, যারা আগের ম্যাচেই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল ৫-০ গোলে। সেই তাদের বিপক্ষে মাত্র ৩ গোল হজম করাটা বাংলাদেশের মেয়েদের সাফল্যই বলতে হয়। সবচেয়ে বড় কথা শক্তিশালী জাপানিজ মেয়েদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে একটা গোলও হজম করেনি কৃষ্ণারা।

উত্তর কোরিয়ার বিপক্ষে বাজেভাবে হারের পর দেখার ছিল জাপানের বিপক্ষে কেমন করে বাংলাদেশের মেয়েরা। ১৩ মিনিটে তানাকার গোলে জাপান এগিয়ে গেলে আবারও বড় হারের শঙ্কা জন্মে। ৩১ ও ৩৯ মিনিটে বাংলাদেশ আরও দুই গোল হজম করলে সেটার সম্ভাবনা বাড়ে আরও। যদিও দ্বিতীয়ার্ধের দুর্দান্ত পারফরম্যান্সে জাপানকে মোটেও সুবিধা করতে দেয়নি কৃষ্ণা-সানজিদারা। শেষ পর্যন্ত ওই ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জাপানের মেয়েদের।

টানা দুই ম্যাচ হারা বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।