‘নেইমার পিএসজির বস নয়’

iলিওঁর বিপক্ষে সতীর্থ এদিনসন কাভানি পেনাল্টি কিক নিতে গেলে আপত্তি জানিয়েছিলেন নেইমার। তিনি নিজেই শট নিতে চেয়েছিলেন। কিন্তু প্রত্যাখ্যাত হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফ্রিকিক কে নেবেন, এটা নিয়েও কাভানির সঙ্গে তার হয়ে গেছে বচসা। কিন্তু নেইমারের এমন আচরণে অন্য অনেকের মতো নাখোশ হয়েছেন ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড ক্রিস্টোফ দুগারে।

এ ঘটনার পর ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন উঠেছে- বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের মর্যাদা কি দাম্ভিক করে তুলছে নেইমারকে! সেলটিকের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শেষে প্রতিপক্ষ ডিফেন্ডার অ্যান্থনি র‌্যালস্টনের সঙ্গে হাত মেলাননি প্যারিস সেন্ত জার্মেইর ফরোয়ার্ড। পরের ম্যাচেই লিগ ওয়ানে কাভানির সঙ্গে পেনাল্টি ও ফ্রিকিক নিয়ে হয়ে গেলো বাক-বিতণ্ডা। অনেকে বলাবলি করছে, পিএসজিতে গৃহযুদ্ধ শুরু হয়ে গেলো নাকি! ফরাসি মিডিয়াতে এখন কাভানি-নেইমারের এ ঘটনা এখন ‘টক অব দ্য টাউন’। তবে ব্রাজিলিয়ান তারকাই হচ্ছেন সবচেয়ে সমালোচিত। ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড দুগারে বলছেন, পার্ক ডি প্রিন্সেসে ‘নেতাগিরি’ করতে হলে যোগ্যতা অর্জন করতে হবে নেইমারকে।

দুগারে বলেছেন, সবচেয়ে দামি খেলোয়াড় হলেও নেইমারের উচিত অন্যদের শ্রদ্ধা করা। সাবেক এ ফরাসি ফরোয়ার্ড জানান, ‘কাভানি সেখানে চার বছর ধরে আছে। জীবনকে কঠিন করে ফেলার মতো লোক সে নয়। কিছু কিছু বিষয়ে সিনিয়র খেলোয়াড়দের কথা শুনতে হবে। নেইমার সেরা একজন খেলোয়াড়। পিএসজির বস হবে সে; কিন্তু সেটা ২২২ মিলিয়ন ইউরো মূল্যের জন্য নয়, পিএসজিতে সে কী জিতছে সেটা মূল্যায়ন করবে তাকে। উনাই এমেরির হস্তক্ষেপ করা উচিত।’

কাভানির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন দুগারে, ‘আমি আবারও বলছি, নেইমার পিএসজির বস নয়। কাভানির প্রতি আমি সহানুভূতিশীল। সে পুরো ম্যাচজুড়ে দারুণ খেলে। কখনও কোনও অভিযোগ করে না। সে ভদ্র, নির্দোষ। কিছু বলার নেই।’ গোলডটকম