সোমবার থেকে বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের জার্সি উন্মোচন প্রতি বছরই এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করেন সাংবাদিকরা। পেশাগত ব্যস্ততার মাঝে সাংবাদিকদের এমন মিলনমেলার আয়োজক পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)।  

প্রতি বছরের মতো এবারও কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ। সোমবার থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে শুরু হবে এ প্রতিযোগিতা। সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং বিশেষ অতিথি হিসেবে স্কয়ার টয়লেট্রিজের হেড অফ মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন উপস্থিত থাকবেন।

উদ্বোধনী দিনে মুখোমুখি হবে যুগান্তর-ডেইলি স্টার এবং ঢাকা ট্রিবিউন-বাংলাদেশ প্রতিদিন।

রবিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) জেসমিন জামান, জাতীয় মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন, বিএসজেএ’র সভাপতি সাইদুর রহমান শামীম, সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন, টুর্নামেন্টের আহ্বায়ক রায়হান আল মুঘনি, টুর্নামেন্টের সদস্য সচিব আনিসুর রহমান। সংবাদ সম্মেলনের পর টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসজেএ’র যুগ্ম সম্পাদক এসএম সুমন।

টুর্নামেন্টে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৪টি দল আট গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ চ্যাম্পিয়নরা উঠবে কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনাল ও ফাইনাল হবে ২৯ সেপ্টেম্বর।