শোয়ার্জেনেগারের চোখে ‘ফুটবল টার্মিনেটর’ মেসি

lionel-messi-barcelona_1isubsdcf8yf517l3gfcdlgazn৮০-৯০ এর দশকে সিনেমা জগতে সাড়া ফেলে দিয়েছিল বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর দ্য টার্মিনেটর। এক সাইবর্গ আততায়ী হিসেবে নাম ভূমিকায় ছিলেন জনপ্রিয় আমেরিকান অভিনেতা আরনল্ড শোয়ার্জেনেগার। ভবিষ্যৎ পৃথিবীতে মেশিনের আধিপত্য বজায় রাখার পথ সুগম করতে তাকে পাঠানো হয়েছিল ২০২৯ সাল থেকে ১৯৮৪ সালে। শক্তি দিয়ে সব বাধা দূর করে নিজের কাজ করে গিয়েছিলেন ‘টার্মিনেটর’। সেই শোয়ার্জেনেগার নতুন এক টার্মিনেটরকে খুঁজে পেয়েছেন, তবে তিনি হচ্ছেন ফুটবলের টার্মিনেটর। ‘অন্য গ্রহের’ ফুটবলার খ্যাত লিওনেল মেসিকে ‘ফুটবল টার্মিনেটর’ আখ্যা দিলেন ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর।

নিজের তৈরি করা ডকুমেন্টারি ওয়ান্ডার্স অব দ্য সি থ্রিডির প্রচারণায় সোমবার সান সেবাস্তিয়ানে গিয়েছিলেন হলিউড তারকা। ওই ইভেন্টের পর একটি ক্রীড়া অনুষ্ঠানেও যোগ দেন ৭১ বছর বয়সী অভিনেতা। মেসিকে নিয়ে আলোচনা সেখানেই।

লিওনেল মেসিকে শুধু টিভির পর্দায় দেখেননি শোয়ার্জেনেগার। গত বছর ন্যু ক্যাম্পে তাকে অনুশীলন করতেও দেখেছেন তিনি। এক কথায় মুগ্ধ চোখে বল নিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর কাজ দেখেছিলেন শোয়ার্জেনেগার। মুন্দো দেপোর্তিভোকে জানালেন সেই অভিজ্ঞতা, ‘আমি বার্সেলোনার খেলা সবসময় দেখি। গত বছর আমি সেখানে গিয়েছিলাম এবং তাদের অনুশীলন করতে দেখেছি। খুব চমৎকার লেগেছে। ফুটবল নিয়ে যখন বেড়ে উঠবেন, তখন সেটাকে ঘিরেই থাকবে আপনার মন। মেসি এককথায় অবিনশ্বর। আমরা বলতে পারি, সে ফুটবল টার্মিনেটর।’ মার্কা