গাড়ি দুর্ঘটনায় আহত আগুয়েরো!

সের্হিয়ো আগুয়েরোপেরু ও ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার শেষ দুটি মহাগুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই ম্যাচে খেলা হচ্ছে না সের্হিয়ো আগুয়েরোর। তার স্বদেশী সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে এমনটাই। তারা জানিয়েছে, গাড়ি দুর্ঘটনায় পাঁজর ভেঙে গেছে আগুয়েরোর।

নেদারল্যান্ডসের আমস্টারডামে কলম্বিয়ান গায়ক মালুমার কনসার্টে গিয়েছিলেন ম্যানচেস্টার সিটির এ স্ট্রাইকার। সেখান থেকে বিমানবন্দরে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে তার ট্যাক্সি।

রিপোর্টে জানা গেছে, সিট বেল্ট পরেছিলেন আগুয়েরো। কিন্তু তার ট্যাক্সি রাস্তার খুঁটির সঙ্গে সংঘর্ষ হলে পাঁজর ভেঙে যায়।

সাবেক ক্লাব ইন্দেপেনদিয়েন্তের একটি টুইটে আগুয়েরোর এ দুর্ঘটনার কথা অনেকটাই প্রকাশ পেয়েছে, ‘শক্তি ফিরে পাও এবং দ্রুত সেরে ওঠ। ইন্দেপেনদিয়েন্তের সবাই তোমার এ কঠিন সময়ে পাশে আছে।’

খুঁটির সঙ্গে ধাক্কা লাগে আগুয়েরোকে বহন করা ট্যাক্সিএ রিপোর্ট লিখা পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দল আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত না করলেও ম্যানচেস্টার সিটি এক বিবৃতি দিয়েছে, ‘বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছে আগুয়েরো। ক্লাবের চিকিৎসকরা তার পরীক্ষা নিরীক্ষা করবে। সে একদিনের ছুটিতে নেদরল্যান্ডস গিয়েছিল, সেখানেই এ ঘটনার শিকার সে। সকালে (শুক্রবার) সে ম্যানসিটিতে ফিরবে এবং চেলসির বিপক্ষে কালকের প্রিমিয়ার লিগ ম্যাচের আগে তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে।’

জানা গেছে, ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে আগুয়েরোকে। আর এই সময়ে আর্জেন্টিনা আগামী ৫ ও ১০ অক্টোবর পেরু ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই খেলে ফেলবে। গোল ডটকম