‘মেসি ক্লান্ত’

লিওনেল মেসি‘বিশ্রাম দেওয়া হবে না মেসিকে’- অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে কথাটা বলেছিলেন এরনেস্তো ভালভারদে। ১-১ গোলে ড্রয়ের পর সেই বার্সেলোনা কোচই বলছেন ‘মেসি ক্লান্ত’! লুই সুয়ারেসের গোলে প্রতিপক্ষের মাঠ থেকে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট নিয়ে ফেরা বার্সেলোনা কোচ অবশ্য ‘ক্লান্ত’ মেসির পারফরম্যান্সেই সন্তুষ্ট।

চলতি মাসে চতুর্থ ম্যাচ খেললেন মেসি পুরোটা সময়। লা পালমাসের বিপক্ষে জোড়া গোল করে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী জাতীয় দল আর্জেন্টিনার হয়ে খেলেছেন বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে। পুরো সময় মাঠে থাকা বার্সেলোনা তারকা যার মধ্যে ইকুয়েডরের বিপক্ষে হ্যাটট্রিক করে নিশ্চিত করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ টিকিট। জাতীয় দলের দায়িত্ব শেষে ক্লাব ফুটবলে ফিরেও মেসি অ্যাতলেতিকোর বিপক্ষে খেললেন পুরো ৯০ মিনিট। গোল করতে না পারলেও অ্যাতলেতিকোর খেলোয়াড় ও ভক্তদের মনে ভয় ছড়িয়েছেন ঠিকই।

‘রোজি ব্ল্যাঙ্কোদের’ বিপক্ষে ম্যাচের আগে মেসির বিশ্রাম নিয়ে সংবাদ সম্মেলনে ভালভারদে জানিয়েছিলেন, মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে দলের সেরা খেলোয়াড়কে বেঞ্চে রাখার কোনও পরিকল্পনা তার নেই। যদিও ১-১ গোলের ড্রয়ের পর বলেছেন অন্য কথা, ‘যে ম্যাচগুলো ও খেলেছে, তাতে আমি একমত লিও ক্লান্ত। যদিও যে কোনও পরিস্থিতিতে ও নিজের সেরাটা দিতে প্রস্তুত থাকে সবসময়।’ অ্যাতলেতিকো ম্যাচের পারফরম্যান্সকেই উদাহরণ হিসেবে সামনে আনলেন বার্সেলোনা কোচ, ‘আমরা সবাই জানি লিও কতটা ভয় ছড়াতে পারে প্রতিপক্ষের খেলোয়াড় ও ভক্তদের মনে।’

অ্যাতলেতিকোর সঙ্গে ড্রয়ে চলতি মৌসুমে প্রথমবার পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনাকে। যাতে দ্বিতীয় স্থানে উঠে আসা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান থাকলো ৫ পয়েন্টের। গোল ডটকম