ইউরোপে মেসির ‘সেঞ্চুরি’

Barcelona-News-Lionel-Messi-Olympiakos-868170রেকর্ড তার পায়ে লুটিয়ে পড়ে! সত্যিই তাই। গোলের কত যে রেকর্ড তিনি গড়েছেন, হিসাব দেওয়া কঠিন। রেকর্ড ভাঙা-গড়ার খেলার সঙ্গে ব্যক্তিগত সাফল্যে লিওনেল মেসি প্রতিনিয়ত যাচ্ছেন উঁচু থেকে আরও উঁচুতে। বুধবার দিবাগত রাতেও যেমন নতুন মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন অধিনায়ক। অলিম্পিয়াকোসের জালে বল জড়িয়ে পূর্ণ করেছেন ইউরোপিয়ান প্রতিযোগিতায় গোলের সেঞ্চুরি। শততম গোলের সঙ্গে আরেকটি মাইলফলকও ছুঁয়েছেন মেসি। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ২০১৭ সালে নিজের গোল সংখ্যা নিয়ে গেছেন তিনি ৫০-এ।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় গোলের সেঞ্চুরি পূরণের সুযোগ ছিল মেসির স্পোর্তিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচেই। যদিও ১-০ গোলে জেতা ওই ম্যাচে লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। অলিম্পিয়াকোসের বিপক্ষে তাই অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। অবশেষে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে দুটো মাইলফলক একসঙ্গে স্পর্শ করলেন মেসি। মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় গোলের সেঞ্চুরি পূরণ করলেন তিনি।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় তার ১০০ গোলের ৯৭টি এসেছে চ্যাম্পিয়নস লিগ থেকে, বাকি ৩ গোল পেয়েছেন উয়েফা সুপার কাপের ম্যাচ থেকে। ইউরোপিয়ান প্রতিযোগিতার গোল সংখ্যায় অবশ্য মেসির চেয়ে এগিয়ে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ প্রতিদ্বন্দ্বী ইউরোপে গোলের দেখা পেয়েছেন ১১৩টি।  শুধু চ্যাম্পিয়নস লিগের গোলের হিসাবেও এগিয়ে রিয়াল তারকা, রোনালদো ১১০ গোল পেয়েছেন এখানে ১৪৮ ম্যাচ থেকে। বিপরীতে মেসি ৯৭ গোল করেছেন ১১৮ ম্যাচে।

২০১৭ সালটা দারুণ কাটছে মেসির। এ মাসেই হ্যাটট্রিক করে জাতীয় দল আর্জেন্টিনাকে তুলেছেন বিশ্বকাপে। ক্লাব ফুটবলেও আছেন দুর্দান্ত ফর্মে। দুই জায়গায় সমানতালে লড়ে যাওয়া পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী চলতি বছরে জাতীয় দল ও ক্লাবের হয়ে পূরণ করেছেন গোলের হাফসেঞ্চুরি। যেখানে স্বভাবতই বার্সেলোনার জার্সিতে এসেছে বেশি গোল, কাতালানদের হয়ে করেছেন ৩৬ গোল। আর বাকি ১৪ গোল পেয়েছেন আর্জেন্টিনার জার্সিতে। গোল ডটকম