‘গোল্ডেন বয়’ এমবাপে

কাইলিয়ান এমবাপেগত মৌসুমে মোনাকোর হয়ে বিশ্বের নজর কেড়েছিলেন কাইলিয়ান এমবাপে। প্যারিস সেন্ত জার্মেইতে এসেও ঝলমলে এই তরুণ ফরোয়ার্ড। সোমবার তার স্বীকৃতিই পেলেন তিনি। ইউরোপের অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বয়’ জিতেছেন এমবাপে।

এই মৌসুমে পিএসজিতে ১১ ম্যাচ খেলে চার গোল করেছেন এমবাপে, অ্যাসিস্টও সমান। ফ্রান্সের রাজধানীতে এসে নেইমারের সঙ্গে দারুণ জুটি গড়ে তুলেছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড।

ম্যানচেস্টার সিটির গাব্রিয়েল হেসুস, বার্সেলোনার উসমান দেম্বেলে ও মিলানের জিয়ানলুইজি দোনারুমাকে পেছনে ফেলে এমবাপে পেয়েছেন গোল্ডেন বয়ের মর্যাদা। সারা বিশ্বের সাংবাদিকদের ভোটে এ পুরস্কার পেলেন তিনি। তিনি ভোট পেয়েছেন ২৯১টি। দেম্বেলে ১৪৯ ভোট নিয়ে দ্বিতীয়। মার্কুস রাশফোর্ড তৃতীয় এবং চতুর্থ হয়েছেন হেসুস। দোনারুমা আছেন ৫ নম্বরে।

ফ্রান্সের জার্সিতে ৮ ম্যাচ খেলা এমবাপে পার্ক ডি প্রিন্সেসে ধারে খেলছেন। আগামী মৌসুমে ১৮০ মিলিয়ন ইউরোতে আনুষ্ঠানিকভাবে স্থায়ী হবেন পিএসজিতে। গোল ডটকম