চ্যাম্পিয়নস লিগে ইব্রার রেকর্ড

kkkসুইজারল্যান্ডে হোসে মরিনহোর দল হেরেছে, তবে রেকর্ড গড়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। চ্যাম্পিয়নস লিগে সপ্তম ক্লাবের প্রতিনিধিত্ব করলেন সুইডিশ তারকা।

গত বুধবার বাসেলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে নেমেছিল। আর রেড ডেভিলদের হয়ে মাঠে নেমেই একটি চ্যাম্পিয়নস লিগ রেকর্ডের অংশীদার হন ইব্রাহিমোভিচ। অন্য যে কারও চেয়ে সবচেয়ে বেশি দলের হয়ে ইউরোপের শীর্ষ মঞ্চে খেললেন তিনি।

ইব্রা চ্যাম্পিয়নস লিগে খেলেছেন আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, পিএসজি ও ম্যানইউর হয়ে। অবশ্য এত দলের সঙ্গে খেললেও জেতা হয়নি এই আকাঙ্ক্ষিত শিরোপা।

অবশ্য তার রেকর্ড গড়ার ম্যাচে ইউনাইটেড হেরে গেছে ১-০ গোলে। দলকে জেতাতে কোনও ভূমিকা রাখতে পারেননি ইব্রা। ৮৯ মিনিটে মাইকেল ল্যাংয়ের গোলে তিন পয়েন্ট পায় সুইস ক্লাব।

হারলেও ‘এ’ গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানইউ। বাসেল ও সিএসকেএ মস্কো সমান ৯ পয়েন্ট নিয়ে নকআউটের আশা ধরে রেখেছে। গোল ডটকম