মেসির সঙ্গে লড়াই চলবে: রোনালদো

maxresdefaultদ্বিতীয়বার টানা দুই বছর ব্যালন ডি’অর জিতলেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্যারিসের আলো ঝলমলে আইফেল টাওয়ারের চূড়ায় বৃহস্পতিবার হাতে নিলেন রেকর্ড ছোঁয়া পঞ্চম ব্যালন ডি’অর। যেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চারবার এই সম্মানজনক পুরস্কার হাতে নিলেন, সেখানেই ক্যারিয়ার শেষ করার পরিকল্পনা জানালেন পর্তুগিজ উইঙ্গার। কারণ লিওনেল মেসির সঙ্গে লড়াইটা চালিয়ে যেতে চান তিনি।

রিয়ালে সুখে আছেন রোনালদো। তার বিশ্বাস, আরও কয়েক বছর শীর্ষ ফর্মে থেকে খেলতে পারবেন তিনি। সর্বকালের শীর্ষ ব্যালন ডি’অর তালিকায় লিওনেল মেসিকে স্পর্শ করার পর রোনালদো পরিষ্কার করে জানালেন, আরও অনেক দিন ক্যারিয়ার ধরে রাখতে চান রিয়ালে। এবার টপকে যেতে চান আর্জেন্টাইন প্রতিদ্বন্দ্বীকে।

ফ্রান্স ম্যাগাজিনের নির্বাচিত ইউরোপিয়ান বর্ষসেরা ফুটবলার বলেছেন, ‘আমি আশা করি আরও কয়েক বছর শীর্ষ পর্যায়ে থেকে খেলতে পারবো। মেসির সঙ্গে লড়াই চলবে। আমাদের দলের জন্য যেটা ভালো, সেটাই আমরা করছি। আমি মনে করি, সবকিছুর একটা কারণ থাকে।’

রিয়ালে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতা রোনালদো শেষ বক্তব্যে জানান, ‘আমার এখানে ভালো লাগছে, দেখা যাক ভবিষ্যতে কী ঘটে। আমি রিয়ালে সুখী এবং এখানে থাকতে চাই। যদি সম্ভব হয় আমার ক্যারিয়ারও এখানে শেষ করতে চাই।’