সেল্তার বিপক্ষে সতর্ক বার্সেলোনা

দ্বিতীয় লেগে দলে ফিরছেন মেসি-সুয়ারেসকোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই বার্সেলোনার সামনে। গত আসরের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সেল্তা ভিগো। লা লিগার ১৫তম দলের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগের লড়াই হলেও সতর্ক এরনেস্তো ভালভারদের শিষ্যরা। কারণ প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে তারা। আর সেল্তা সর্বশেষ লা লিগা ম্যাচে রুখে দিয়েছিল রিয়ালকে।

বৃহস্পতিবার রাত আড়াইটায় (বাংলাদেশ সময়) ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে দুই দল। খেলাটা নিজেদের মাঠে হলেও দলকে আত্মতৃপ্তিতে না থাকতে সতর্ক করলেন ভালভারদে, ‘ফল আমাদের পক্ষে এটা ভাবা হবে বড় ভুল। আমরা প্রথম মিনিট থেকে জেতার জন্য খেলবো।’

প্রথম লেগে বালাইদোসে দলের সঙ্গে যাননি লুই সুয়ারেস, লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তা। গোলপোস্টের নিচেও ছিলেন না মার্ক আন্ড্রে টের স্টেগেন। এবার এই চারজনকে ফিরিয়ে সেল্তার মুখোমুখি হবে পূর্ণ শক্তিশালী বার্সেলোনা। লা লিগার সর্বশেষ ম্যাচে চ্যাম্পিয়ন রিয়ালকে ২-২ গোলে রুখে দিয়ে আত্মবিশ্বাসী তাদের প্রতিপক্ষ।

অ্যাওয়ে গোলে এগিয়ে থাকলেও তাই ‘গা ছাড়া’ ভাব দেখাতে চান না ভালভারদে, ‘অ্যাওয়ে গোলের কারণে এ লড়াইয়ে কিঞ্চিৎ হলেও আমরা এগিয়ে, কিন্তু সেটা খুবই অল্প। আমরা সুযোগ তৈরীর চেষ্টা করবো। কারণ এটা বাঁচা-মরার লড়াই, কেবল একটি দল যাবে পরের রাউন্ডে।’

এদিকে মেসিকে ফেরানোয় বার্সেলোনাকে নিয়ে কৌশল পাল্টাতে মাথা ঘামাচ্ছেন না সেল্তা কোচ হুয়ান কার্লোস উনজু। লুই এনরিকের অধীনে বার্সায় সাবেক সহকারী কোচের দায়িত্ব পালন করা উনজু বলেছেন, “৯০ মিনিট ধরে কাউকে ‘মার্ক’ করে খেলায় আমি বিশ্বাসী নই, যদিও কয়েকজন কোচ এটা চেষ্টা করেছে। আপনি হয়তো মেসিকে মার্ক করে তাকে কিছুক্ষণ অস্বস্তিতে রাখলেন, কিন্তু বাকিদের নিয়ে কী করবেন? যেখানে আছে ইনিয়েস্তা, সুয়ারেস ও দেম্বেলের মতো খেলোয়াড়রা? তাই আমি দলগত পারফরম্যান্স নিয়ে বেশি ভাবি।’ ইএসপিএনএফসি, গোল ডটকম