বার্সার আক্রমণে মুগ্ধ ভালভারদে

কবতকদবকোপা দেল রের শেষ আটে বার্সেলোনা। সেল্তা ভিগোকে দ্বিতীয় লেগে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা বৃহস্পতিবার। দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ কোচ এরনেস্তো ভালভারদে। অনেক সুযোগ তৈরিতে বার্সার তৎপরতার প্রশংসা করলেন তিনি।

সেল্তার বিপক্ষে প্রথম তিন গোলে অবদান ছিল লিওনেল মেসি ও জোর্দি আলবার। তারা একে অপরকে দিয়ে গোল করান। আলবার সহায়তায় প্রথম দুটি গোল করেন আর্জেন্টাইন তারকা। এরপর তিনি স্প্যানিশ তারকাকে দিয়ে তৃতীয় গোলটি করান।

টানা ২৮ ম্যাচ অজেয় থাকা বার্সাকে প্রশংসায় ভাসালেন ভালভারদে, ‘বার্সেলোনা অগণিত সুযোগ পেয়েছিল, আক্রমণে আমরা ছিলাম খুব তৎপর।’ দারুণ একটা সন্ধ্যা কেটেছে বার্সা কোচের, ‘আমাদের প্রতিপক্ষের ভালো খেলার সামর্থ্য আছে, এটা জানতাম। আমরা আগের ম্যাচগুলোতেও ভালো খেলেছিলাম, কিন্তু এই সন্ধ্যাটা ছিল অসাধারণ।’

দারুণ একটি মৌসুম পার করছে বার্সেলোনা। তবে অতীতের সফলতা নিয়ে ভাবতে চান না ভালভারদে, ‘আমাদের পরিসংখ্যানগুলো ভালো, কিন্তু পেছনের দিকে কখনও তাকানো যাবে না। আমাদের কেবল সামনের দিকে তাকাতে হবে। কয়েক দিন পর লা লিগায় আমাদের দুটি অ্যাওয়ে ম্যাচ আছে, কোপা দেল রের লড়াইও আছে।’ মার্কা, ইএসপিএনএফসি