‘ক্লান্ত’ হয়ে পড়েছেন জিদান

জিনেদিন জিদানএক বছরে পাঁচ শিরোপা জিতলেও চলতি মৌসুমে কঠিন সময় পার করছে রিয়াল মাদ্রিদ। সমালোচকদের তীরে বিদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। নেতিবাচক মন্তব্যে ‘ক্লান্ত’ হয়ে পড়েছেন দলটির কোচ জিনেদিন জিদান।

লা লিগায় ভালো অবস্থানে নেই। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্ব শেষ করেছে তারা দ্বিতীয় হয়ে। কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও হতাশ করেছে দ্বিতীয় লেগে। সব মিলিয়ে রিয়ালের সময়টা ভালো কাটছে না। লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে আছে ১৬ পয়েন্টে, যদিও এক ম্যাচ কম খেলেছে তারা। কাপের শেষ ষোলোর লড়াইয়ে ঘরের মাঠের লেগে নুমানচিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে মাদ্রিদের অভিজাতরা আরও একবার হতাশ করেছে সমর্থকদের।

রিয়ালকে নিয়ে সমালোচনা তাই কম হচ্ছে না। ২০১৭ সালে সাফল্যের বৃষ্টিতে ভেজা দলটির অর্জন যেন সব মিলিয়ে গেছে বাতাসে। সমালোচকদের কথার তীরে বিদ্ধ রিয়াল কোচ ক্লান্ত হয়ে পড়েছেন। শুক্রবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রিয়াল বাজে খেলছে- কথাটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি। (দলের) সবকিছু খারাপ, কথাটা বলা খুব সহজ, যদিও আপনারা জানেন এখানে সবকিছু কিন্তু নেতিবাচক নয়।’

কঠিন এই পরিস্থিতিতে বাইরের কথায় কান দিতে চান না ফরাসি কিংবদন্তি। রিয়ালকে টানা দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচের বক্তব্য, ‘আমরা যেটা করতে পারি, সেটা হলো কোনও কিছুতে কান না দেওয়া। রিয়ালকে নিয়ে তাদের বলা নেতিবাচক কথাগুলোর সবটা ঠিক নয়, আমি আসলে সেভাবে দেখছিও না। এই পরিস্থিতিতে আমাদের সবকিছু ইতিবাচক হিসেবে দেখতে হবে।’ কথাটা শেষ করেই জিদান মনে করিয়ে দিলেন, ‘আমরা কিন্তু এখনও সব প্রতিযোগিতায় টিকে আছি।’ মার্কা