টাইব্রেকারে জিতে এফএ কাপ চতুর্থ রাউন্ডে চেলসি

টাইব্রেকারে গোলরক্ষক কাবায়েরো ও হ্যাজার্ড নিশ্চিত করেছেন চেলসির জয়এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠলো চেলসি। এ বছরের প্রথম জয় পেলো তারা টাইব্রেকারে। নরউইচ সিটির বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে রিপ্লে ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। পেনাল্টি শুট আউটে ৫-৩ গোলে জয় পায় আন্তোনিও কন্তের শিষ্যরা।

পূর্ব নির্ধারিত ম্যাচে নরউইচের মাঠে গোলশূন্য ড্র করেছিল ব্লুরা। টানা তিন ম্যাচ গোলখরায় ভুগতে থাকা দলটি শেষ পর্যন্ত লক্ষ্যভেদ করে ৫৬ মিনিটে। পাঁচ ঘণ্টার গোলখরা কাটায় চেলসি মিচি বাতশুয়াইর গোলে।

নির্ধারিত সময়ে বছরের প্রথম জয়ের সুবাস পেতে শুরু করেছিল চেলসি। কিন্তু ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে টিম ক্লসের ক্রস থেকে জামাল লুইসের লক্ষ্যভেদী হেডে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়টা ভালো কাটেনি চেলসির। ১১৭ ও ১২০ মিনিটে পেদ্রো ও আলভারো মোরাতা লাল কার্ড দেখলে ৯ জনের দল হয় তারা। কোনও গোল না হওয়ায় ম্যাচ নির্ধারিত হয় টাইব্রেকারে।

এই চ্যালেঞ্জে গোলরক্ষক উইলি কাবায়েরো বাঁচান দলকে। নেলসন ওলিভেইরার শট ঠেকান তিনি এবং ইডেন হ্যাজার্ড স্পট কিকে পঞ্চম সফল শট নিয়ে চেলসিকে নেন পরের রাউন্ডে, যেখানে আগামী ২৮ জানুয়ারি তাদের প্রতিপক্ষ নিউক্যাসেল ইউনাইটেড। গোল ডটকম