লিগে অবনমিত ফরাশগঞ্জই কোয়ার্টার ফাইনালে

ফরাশগঞ্জ-মুক্তিযোদ্ধা ম্যাচের একটি মুহূর্তপ্রিমিয়ার লিগ ফুটবল থেকে অবনমিত তারা। তবে স্বাধীনতা কাপ ফুটবলে চমক দেখাচ্ছে ফরাশগঞ্জ। মুক্তিযোদ্ধার সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। বৃহস্পতিবার গোলশূন্য ড্র হয়েছে সাইফ স্পোর্টিং-আরামবাগের অন্য ম্যাচটি।

প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছিল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার স্বাধীনতা কাপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধার সঙ্গে করেছে ১-১ গোলের ড্র, যাতে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফরাশগঞ্জ। ‘বি’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে ২০১১ সালের চ্যাম্পিয়নরা। অন্যদিকে প্রথম ম্যাচ থেকে ১ পয়েন্ট অর্জন মুক্তিযোদ্ধার।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটে এগিয়ে যায় ফরাশগঞ্জ। বক্সের ভেতর থেকে ফরোয়ার্ড মোহাম্মদ আলমগীর গোলরক্ষক আজাদ হোসেনকে পরাস্ত করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় মুক্তিযোদ্ধা। ৪৭ মিনিটে ফরোয়ার্ড আমিরুল ইসলাম জোরালো শটে গোলরক্ষক মামুন আলিফকে ফাঁকি দিয়ে বল জড়ান জালে।

সাইফ স্পোর্টিং-আরামবাগ ম্যাচটি শেষ হয় গোলশূন্যভাবেএর আগে দিনের অন্য ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ড্র করেছে। ‘ডি’ গ্রুপে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে গোলশূন্য ড্র করে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে টুর্নামেন্টের নবাগত দলটি।

ম্যাচের প্রথমার্ধে আরামবাগ সুযোগ তৈরি করেছে বেশি, যদিও গোলের দেখা পায়নি। ২০ মিনিটে মোহাম্মদ জুয়েলের বাড়ানো বলে ফরোয়ার্ড আবু সুফিয়ান সুফিলের শট ফেরান গোলরক্ষক আনিসুর রহমান। ৪২ মিনিটে শাহরিয়ার বাপ্পির ক্রসে মিডফিল্ডার আরাফাত হোসেনের হেড ক্রসবারের উপর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে সাইফ স্পোর্টিং ঘুরে দাঁড়ায়। কিন্তু গোলের দেখা পায়নি তারাও। ৬৫ মিনিটে মিডফিল্ডার মোহাম্মদ স্বাধীনের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। মিনিট পাঁচেক পর জুয়েলের প্লেসিং শট লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

ডিফেন্ডার আরিফের শটও দূরের পোস্ট দিয়ে গেলে দলকে হতাশ হতে হয়। টানা দুই ড্রয়েও ২ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে শীর্ষে রয়েছে সাইফ। ১ পয়েন্ট করে পেয়েছে চট্টগ্রাম আবাহনী ও আরামবাগ।