চ্যাম্পিয়ন হতে ১০ জয় চান গার্দিওলা

pep-guardiolaপ্রিমিয়ার লিগ শিরোপা আবার হাতে নেওয়ার পথে ম্যানচেস্টার সিটি। এজন্য লক্ষ্য ঠিক করলেন কোচ পেপ গার্দিওলা। তার চাওয়া আর ১০টি জয়।

২০১৪ সালে সর্বশেষ ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানসিটি। ২৪ ম্যাচে ৬৫ পয়েন্টে টেবিলের শীর্ষে থেকে আরেকবার শিরোপা জয়ের সুবাস পাচ্ছে তারা। ১২ পয়েন্টের ব্যবধানে তাদের পরে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউ। বলা যায়, সিটিজেনদের হাতের নাগালে শ্রেষ্ঠত্বের মুকুট।

লিগ মৌসুম শেষ হতে আরও বাকি ১৪ ম্যাচ। হয়তো বেশ আগেভাগেই শিরোপা নিশ্চিত করে ফেলবে ম্যানসিটি। কিন্তু গার্দিওলার চাওয়া রেকর্ড পয়েন্ট। ২০০৫ সালে চ্যাম্পিয়ন হওয়ার পথে চেলসি ৯৫ পয়েন্ট অর্জন করেছিল। সেটা ভাঙতে চান স্প্যানিশ কোচ।

এজন্য আর ১০টি ম্যাচ জিততে হবে, সঙ্গে একটি ড্র! নিউক্যাসলকে হারানোর পর সিটিজেন কোচ বলেছেন, ‘চ্যাম্পিয়ন হতে আমাদের দরকার আর ১০টি জয়। আরও বেশি পয়েন্ট পাওয়ার চেষ্টা করবো আমরা।’

আগের রবিবার লিভারপুলের মাঠে ৪-৩ গোলে মৌসুমের প্রথম লিগ ম্যাচ হেরেছিল ম্যানসিটি। আবার জয়ে ফিরতে পেরে গর্বিত গার্দিওলা। আরেকবার এই সাফল্যের ধারাটা ধরে রাখতে চান বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ। গোল ডটকম