‘বার্সেলোনায় মেসির এটাই শেষ চুক্তি নয়’

lionel-messi_1u7lq2c6lmh8010hrfwkle8ixmলিওনেল মেসি তার ক্যারিয়ার বার্সেলোনাতেই শেষ করবেন, এই বিশ্বাস ক্লাবটির প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউর। গত নভেম্বরের চুক্তিই ন্যু ক্যাম্পে আর্জেন্টাইনের শেষ নয় মনে করেন তিনি।

বার্সার সঙ্গে মেসির আগের চুক্তির মেয়াদ ছিল ২০১৮ সালের জুন পর্যন্ত। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নভেম্বরে নতুন করে তাকে ২০২০-২১ মৌসুম পর্যন্ত চুক্তিবদ্ধ করে কাতালান জায়ান্টরা। এই চুক্তি অনুযায়ী ৩৪ বছর বয়স পর্যন্ত মেসি থাকবেন ন্যু ক্যাম্পে।

মেসি আজীবন বার্সায় থাকবেন এমন বিশ্বাস ব্যক্ত করলেন বার্তোমেউ, ‘আমরা ভালো ফুটবল খেলা একটি ক্লাব। আমাদের খেলায় ভিন্নমাত্রার কৌশল আছে। এখানে আছে বিশ্বের সেরা খেলোয়াড় মেসি, সে আমাদের প্রধান খেলোয়াড়।’

বার্সার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় জাভি হার্নান্দেজ ও আন্দ্রে ইনিয়েস্তার পরেই মেসি। বার্তোমেউর আশা ন্যু ক্যাম্পেই ক্যারিয়ারকে বিদায় জানাবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, ‘আন্দ্রে ইনিয়েস্তাকে উদাহরণ হিসেবে ধরতে পারি। আমরা তাকে এখানে কেবল একজন খেলোয়াড় হিসেবে চাই না, ভবিষ্যতের লিজেন্ড সে আমাদের। মেসির ক্ষেত্রে একই রকম হবে আশা করি। এখানে সে আরও চার বছরের জন্য চুক্তিবদ্ধ, কিন্তু আমি মনে করি না এটাই তার শেষ (বার্সেলোনার সঙ্গে)।’ মার্কা, গোল ডটকম