‘প্যারিসে কিসের মুখোমুখি হবে, জানে না রিয়াল’

এমেরি সতর্ক করলেন পিএসজিকে৩-১ গোলে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগ হেরে এসেছে প্যারিস সেন্ত জার্মেই। কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে হলে ফিরতি লেগে পার্ক দি প্রিন্সেসে জিততে হবে অন্তত দুই গোলের ব্যবধানে। কাজটা কঠিন হলেও আগামী ৬ মার্চের ম্যাচে রিয়াল মাদ্রিদকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন পিএসজি কোচ উনাই এমেরি।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় পিএসজির সবাই প্রস্তুত। এজন্য এমেরি পাশে চাইলেন ভক্ত-সমর্থকদের পূর্ণ সমর্থন। এর আগে মার্শেইর বিপক্ষে লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ কোয়ার্টার ফাইনালে খেলবে পিএসজি।

সামনের তিন কঠিন ম্যাচের জন্য দলকে উজ্জীবিত রাখতে নিজের ওয়েবসাইটে একটি বার্তা দিয়েছেন এমেরি, ‘এই মৌসুমের বেশির ভাগ খেলায় প্রমাণ করেছি, আমরা এটা করতে পারি। এটা সত্যি যে, পার্ক দি প্রিন্সেসে আমরা আরও অনেক বেশি শক্তি অনুভব করি। এই মৌসুমে এখানে আমরা ১৭ ম্যাচ জিতেছি।’

পরের বক্তব্যে দুই প্রতিপক্ষকে হুঁশিয়ার করলেন পিএসজি কোচ, ‘মার্শেই ও রিয়াল মাদ্রিদ জানে, প্যারিসে তাদের আসতে হবে। কিন্তু জানে না তারা কিসের মুখোমুখি হবে। এই দুই বড় ম্যাচ তাদের জন্য, যারা আমাদের পাশে থাকবে।’

দল তাদের সেরাটা ঢেলে দিবে বিশ্বাস এমেরির, ‘আমাদের দল নিবেদিত ও প্রত্যয়ী, কিন্তু এই কয়েকটি ম্যাচে এটা তাদের মধ্যে থাকবে আরও বেশি। এখানে আমরা আমাদের সব চেষ্টা ঢেলে দেবো। আমরা অতীত বা ভবিষ্যতের কথা চিন্তা করতে চাই না, কেবল যে ম্যাচ খেলবো সেটা নিয়ে ভাবতে চাই।’ মার্কা, গোল ডটকম