যুব গেমস: ফুটবলের শেষ চারে সিলেট-রাজশাহী

ম্যাচ শেষে সিলেটের জয়ের উচ্ছ্বাস। ছবি-রবিউল ইসলামজাতীয় যুব গেমসের সেমিফাইনালে উঠেছে সিলেট ও রাজশাহী। শুক্রবার কোয়ার্টার ফাইনালে রাজশাহী ৩-২ গোলে হারিয়েছে চট্টগ্রামকে। পরের ম্যাচে সিলেট ৩-১ গোলে জিতেছে খুলনার বিপক্ষে।  

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে দুই গোলে এগিয়েও জিততে পারেনি চট্টগ্রাম। ম্যাচের শুরুতেই চট্টগ্রামকে এগিয়ে দেন ফারুকুল ইসলাম। ৩১ মিনিটে জমির উদ্দিনের গোলে ব্যবধান হয়ে যায় দ্বিগুণ। বিরতির ঠিক আগে সজীবের লক্ষ্যভেদে স্কোরলাইন হয় ২-১।

বিরতির পর রাজশাহীর আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে পেরে ওঠেনি চট্টগ্রাম। ৬৬ মিনিটে ইমন এবং চার মিনিট পর মেহেদীর গোলে  ৩-২ ব্যবধানে এগিয়ে যায় রাজশাহী। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয়ের আনন্দে মেতে ওঠে তারা।

পরের ম্যাচে সিলেট শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। কিন্তু ২২ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করে বসেন খুলনার  রনি। প্রথমার্ধে অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি সিলেট।

তবে বিরতির পর একের পর এক আক্রমণ করে সিলেট মেতে ওঠে জয়ের উচ্ছ্বাসে। ৫০ মিনিটে রাসেল আহমেদের গোলে সমতা ফিরে আসে ম্যাচে। ৬৫ মিনিটে হেলাল আহমেদ এগিয়ে দেন দলকে। পাঁচ মিনিট পর আজিজের পাস থেকে প্লেসিং শটে দারুণ গোল করে সিলেটের জয় নিশ্চিত করেন রাসেল।

ফুটবলের দুটি সেমিফাইনালই হবে আগামী রবিবার। প্রথমটিতে মুখোমুখি হবে ঢাকা ও ‍ সিলেট। দ্বিতীয় সেমিফাইনালে রংপুরের প্রতিপক্ষ রাজশাহী। ফাইনাল হবে বুধবার।