লটারি থেকে ২ কোটি টাকা আয়ের লক্ষ্য বাফুফের

Footballফুটবল উন্নয়নে ২০১৪ সালে প্রথম লটারির আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেবার এক কোটি টাকা আয় করেছিল দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। চার বছর পর আবারও দেশ জুড়ে লটারির আয়োজন করতে যাচ্ছে বাফুফে। এবার দুই কোটি টাকা আয়ের লক্ষ্য তাদের।

লটারির টিকিট বিক্রি শুরু হবে আগামী ২০ মার্চ। প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা। সব মিলিয়ে অর্ধ কোটি টাকার ৬২৪টি পুরস্কার রয়েছে এবারের লটারিতে।

মঙ্গলবার বাফুফে ভবনে লটারি কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ফুটবল উন্নয়নে অর্থ প্রয়োজন। দেশবাসীকে বলবো লটারি কিনে ফুটবলের পাশে থাকতে।’

বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘আগের লটারি থেকে যে অর্থ আয় হয়েছে, তা ফুটবল উন্নয়নে ব্যয় হয়েছে। এবারও তা হবে, সেজন্য সবার সহযোগিতা দরকার।’ 

অনুষ্ঠানে নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।