রিয়াল-জুভেন্টাস মুখোমুখি, বার্সেলোনার প্রতিপক্ষ রোমা

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের লাইনআপগত মৌসুমের ফাইনালের মঞ্চই তৈরি হয়ে গেল কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে। চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ড্র ভাগ্য রিয়াল মাদ্রিদের সামনের দাঁড় করিয়েছে জুভেন্টাসকে। দুরন্ত গতিতে এগিয়ে চলা বার্সেলোনাকে সেমিফাইনালে যেতে লড়তে হবে রোমার বিপক্ষে।

শুক্রবার নিয়নের ড্র অনুষ্ঠানে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে ইংলিশ দুই ক্লাব ম্যানচেস্টার সিটি-লিভারপুলকে। আর জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ খেলবে স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে।

গত বছর কার্ডিফের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল-জুভেন্টাস। যদিও টানা দ্বিতীয় শিরোপা জিততে বেগ পেতে হয়নি রিয়ালকে, ইতালিয়ান চ্যাম্পিয়নদের ৪-১ গোলে হারিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় বিজয় নিশান ওড়ায় মাদ্রিদের ক্লাবটি। গত আসরের ফাইনালের পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে এবারের কোয়ার্টার ফাইনালে।

শেষ আট নিশ্চিত করতে অবশ্য কঠিন পরীক্ষা দিতে হয়েছে জুভেন্টাসকে। টটেনহামের বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। ইংলিশ ক্লাবটির বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করার পর ওয়েম্বলিতে শুরুতে পিছিয়ে পড়ে বিদায় ঘণ্টা শুনতে পেয়েছিল তারা। যদিও দ্বিতীয়ার্ধে গনসালো হিগুয়েইন ও পাউলো দিবালার গোলে ২-১ ব্যবধানে জিতে নাম লেখায় পরের রাউন্ডে।

রিয়ালকেও দিতে হয়েছে কঠিন পরীক্ষা। শেষ ষোলোর লড়াইয়ে দাঁড়াতে হয়েছিল তাদের ইউরোর ঝনঝনানিতে গড়া প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে। খারাপ সময় পেছনে ফেলে ফরাসি ক্লাবটিকে উড়িয়ে ঠিকই জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। এখন রিয়ালের চোখ হ্যাটট্রিক শিরোপায়।

তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা অবশ্য পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। ইতালিয়ান লিগে তৃতীয় স্থানে থাকা রোমার বাধা পেরোতে হবে তাদের সেমিফাইনালে যেতে। চলতি মৌসুমটা দুর্দান্ত কাটছে কাতালানদের। শেষ ষোলোতে চেলসিকে উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। দলের সঙ্গে ফর্মের তুঙ্গে আছেন মেসি। চেলসির বিপক্ষে আগের ম্যাচেই করেছেন জোড়া গোল।

কোয়ার্টার ফাইনালের লাইনআপ:

বার্সেলোনা-রোমা

বায়ার্ন মিউনিখ-সেভিয়া

রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস

ম্যানচেস্টার সিটি-লিভারপুল