‘রোমাকে হারাতে ঘাম ঝরাতে হবে বার্সেলোনার’

বার্সেলোনার বিপক্ষে প্রস্তুত রোমাচ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ রোমা। চলতি মৌসুমের পারফরম্যান্স ও টুর্নামেন্টের অতীত পরিসংখ্যানে চোখ রাখলে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে কাতালানরা। যদিও রোমা কিংবদন্তি ফ্রান্সেস্কো তত্তি কিন্তু মোটেও তেমনটা ভাবছেন না। তার মতে, ইতালিয়ান প্রতিপক্ষকে হারাতে ঘাম ঝরাতে হবে বার্সাকে।

দাপট দেখিয়েই শেষ আট নিশ্চিত করেছে বার্সেলোনা। চেলসির মাঠ থেকে প্রথম লেগ ১-১ গোলে ড্র করে ফিরলেও ঘরের মাঠের ফিরতে লেগে লিওনেল মেসির ঝলকে ৩-০ গোলের জয়ে ৪-১ অগ্রামিতায় কোয়ার্টার ফাইনালে ওঠে বার্সেলোনা। বিপরীতে শাখতার দনেৎস্কের মাঠ থেকে ২-১ গোলে হেরে ফিরলেও ঘরের মাঠে ১-০ গোলের জয়ে রোমা শেষ আট নিশ্চিত করে প্রতিপক্ষের মাঠে ১ গোলে দিয়ে আসায়।

শেষ ষোলোর এই পরিসংখ্যানের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে রোমার চেয়ে যোজন যোজন এগিয়ে বার্সেলোনা। শক্তির দিক থেকেও অনেক বেশি এগিয়ে কাতালানরা। নিয়নের ড্রয়ের পরই তাই অনেকে বার্সেলোনাকে দেখে ফেলেছে পরের রাউন্ডে। যদিও রোমার সাবেক ফরোয়ার্ড তত্তি কঠিন প্রতিদ্বন্দ্বিতার আঁচ পাচ্ছেন। এক সংবাদমাধ্যমকে এই ইতালিয়ান বলেছেন, ‘আমরা ইউরোপের শক্তিশালী আট দলের মধ্যে থাকতে পেরে খুশি। তারা ভীষণ শক্তিশালী দল, তবে রোমাকে হারাতে ঘাম ঝরাতে হবে বার্সেলোনাকে।’

বার্সেলোনার শক্তিমত্তা সম্পর্কে খুব ভালো ধারণা আছে তার, তবু বাজি ধরছেন, ‘আমরা জানি বার্সেলোনা ইউরোপের অন্যতম শক্তিশালী দল, তবে এটাও জানি আমরা তাদের বিপক্ষে ভালো করতে পারি। আমি নিশ্চিত তারাও রোমার মুখোমুখি হয়ে চিন্তিত। আমরা দেখাতে চাই রোমাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বার্সেলোনার সঙ্গে।’

সাধারণ ফুটবলপ্রেমীদের উদ্দেশ্যে ত্ততি বললেন, ‘প্রত্যেকেই প্রত্যাশা করছে বার্সেলোনা সহজেই পরের রাউন্ডে চলে যাবে, তবে তারা দেখতে পাবে দুর্দান্ত রোমাকে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের এই প্রতিযোগিতা জিততে হলে সব শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে। মেসি ও (লুই) সুয়ারেসের মতো গ্রেট খেলোয়াড়দের সামলানোটা দারুণ ব্যাপার।’ গোল ডটকম