রোনালদোর ভবিষ্যৎ ‘রিয়ালের হাতে’

রোনালদোরিয়াল মাদ্রিদে সুখেই আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার কোনও ইচ্ছাও নেই পর্তুগিজ তারকার। তবে ইচ্ছাটা যে শুধু তার ওপর নির্ভর করছে না, সেই ইঙ্গিত দিয়ে রিয়ালের হাতেই তুলে দিলেন নিজের ভবিষ্যৎ।

টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছে ‘লস ব্লাঙ্কোস’। আগের দুইবারের মতো এবারও পর্তুগিজ অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা জেতার মঞ্চে রিয়াল। চলতি চ্যাম্পিয়নস লিগ মৌসুমে ফাইনালের আগে করেছেন ১৫ গোল। নিজের পারফরম্যান্স ও দলীয় সাফল্যে সান্তিয়াগো বার্নাব্যুতে সুখেই আছেন রোনালদো।

রিয়াল ভবিষ্যৎ নিয়ে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার বক্তব্য, ‘আমি ভালো আছি, সুখে আছি। শনিবার আরেকটি ফাইনালের আগে আমি কীভাবে অভিযোগ তুলতে পারি। সহজভাবে বলতে গেলে মাদ্রিদের প্রেমে ডুবে আছি আমি। তবে সবকিছু তো আর আমার ওপর নির্ভর করে না।’

এই কথার মাধ্যমে হয়তো রিয়ালের ওপরই সব ‘দায়িত্ব’ ছেড়ে দিতে চাইলেন রোনালদো। আপাতত নিজে থেকে চলে যাওয়ার কোনও ইচ্ছা নেই তার। কে জানে, দলবদলের মৌসুম শুরুর আগে সব গুঞ্জন থামিয়ে রাখার কৌশলও হতে পারে এটি!

রোনালদোকে নিয়ে বড় কোনও গুঞ্জন শোনা না গেলেও নেইমারকে ঘিরে আলোচনা কিন্তু অনেক দিন থেকে। প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে সামনের গ্রীষ্মেই নাকি সান্তিয়াগো বার্নাব্যুতে আসছেন ব্রাজিলিয়ান তারকা। প্রসঙ্গটা রোনালদোর সামনে তুলতেই তার রসিকতা, ‘মাদ্রিদে সবসময়ই নতুন খেলোয়াড় সই করার আলোচনা চলে। আট বছর ধরে এখানে আছি, আর সবসময়ই অন্তত ৫০ জন খেলোয়াড়ের আসার কথা শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত কেউই আসেনি।’ মার্কা