বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে ম্যারাডোনার সংশয়

maradona-1আবারও আর্জেন্টিনার সমালোচনা করলেন ডিয়েগো ম্যারাডোনা। তার মতে বিশ্বকাপে এবার বড় বিপদে পড়ার শঙ্কায় দুইবারের সাবেক চ্যাম্পিয়নরা। ‘ডি’ গ্রুপে নাইজেরিয়া, আইসল্যান্ড ও ক্রোয়েশিয়ার মতো বড় দলকে মোকাবিলা করা আর্জেন্টিনার পক্ষে খুব কঠিন মনে করেন সাবেক অধিনায়ক।

আবুধাবি স্পোর্টকে দেওয়া সাক্ষাতকারে ম্যারাডোনা বলেছেন তার সংশয়ের কথা, ‘আমি খুব সন্দিহান, সত্যিই অনেক সংশয়ের ব্যাপার এটা। আশা করি প্রথম পর্বে সবকিছু ভালোভাবে হবে। এখানে আইসল্যান্ড আছে, আরও আছে নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া। এটা সহজ হবে না, একেবারেই না।’

কোচ হোর্হে সাম্পাওলির বিশ্বকাপ পরিকল্পনা নিয়েও সংশয় ম্যারাডোনার মনে, ‘এটা এমন একটা দল যাদের অভিজ্ঞতা নেই, নেতা নেই এবং নেই কোনও রণকৌশল। মনে হচ্ছে এবার বুঝি মানসম্মান ঝুঁকির মধ্যে ফেলতে যাচ্ছি।’

আর্জেন্টিনার বিশ্বকাপ ফরমেশন নিয়ে ম্যারাডোনার মন্তব্য, ‘আর্জেন্টিনার কাছ থেকে জানতে পেরেছি সে ২-৩-৩-২ ফরমেশনে খেলাত চায়। এটা অদ্ভুত। ১৯৩০ সালে এভাবে খেলা হতো। ক্রিকইনফো